প্রথম টেস্টে ১৫০ রানে জিতল অস্ট্রেলিয়া
চতুর্থ দিনেই সমাপ্তি ঘটল পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৪৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে মার্কাস নর্থ আর স্টিভেন স্মিথের দুর্দান্ত বোলিংয়ে ২৮৯ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।এক উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে পাকিস্তান। আজ শুক্রবার চতুর্থ দিনের শুরুতে মাত্র ৩৮ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে যান আজহার আলী। প্রথম ইনিংসে ৬৩ রান করা সালমান বাট দলীয় ১৮৬ রানের মাথায় ৯২ রান করে আউট হওয়ার পরই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৪৩ রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরত যান উমর আকমল, উমর আমিন ও অধিনায়ক শহিদ আফ্রিদি। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২২৯/৬। সপ্তম উইকেট জুটিতে কামরান আকমল ও মোহাম্মদ আমির সংগ্রহ করেন ৫৪ রান। ২৮৩ রানে কামরান আকমল আউট হয়ে যাওয়ার পর আর মাত্র ছয় রান যোগ করতে পেরেছেন মোহাম্মদ আমির, উমর গুল ও দানেশ কানেরিয়া। ক্যারিয়ারের সেরা বোলিং করে ৫৫ রানে ছয় উইকেট নেন মার্কাস নর্থ। স্টিভেন স্মিথ পেয়েছেন তিন উইকেট। ম্যাচ সেরা হয়েছেন সাইমন ক্যাটিচ ও সালমান বাট।
এমসিসি স্পিরিট অব ক্রিকেট টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ২১ জুলাই থেকে লিডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এমসিসি স্পিরিট অব ক্রিকেট টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ২১ জুলাই থেকে লিডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
No comments