হলদিয়ায় বিশ্ব বাংলা কবিতা উৎসবে বাংলাদেশের ১১ কবি
পশ্চিমবঙ্গের শিল্পনগর হলদিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব বাঙালি কবিতা উৎসব। এবার এই উৎসব ছয় বছরে পা দিয়েছে। এই উৎসবে বাংলাদেশের ১১ কবিসহ দেশ-বিদেশের ৩০০ কবি যোগ দিয়েছেন।
গত শুক্রবার এই কবিতা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি সৈয়দ শামসুল হক। যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ, আবুল বাশার, লেখক ও মন্ত্রী আবদুস সাত্তারসহ বেশ কজন কবি-সাহিত্যিক।
উৎসবের উদ্বোধন করে সৈয়দ শামসুল হক বলেন, ‘বাংলাদেশে হলুদকে বলে হলদিয়া। হলদিয়া আসলে একটি পাখি। তাই বাংলাদেশের কবিরা হলদিয়া নামের শহুরে কুটুমপাখি।’ তিনি আরও বলেন, ‘সমস্ত বাঙালিই আত্মার আত্মীয়। বিশ্বজুড়ে বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁদের প্রথম ও শেষ পরিচয় হলো বাঙালি।’
কবিতা উৎসবকে ঘিরে এখানে আয়োজন করা হয় বইমেলার। এতে যোগ দিয়েছে ১০০টি প্রকাশনা সংস্থা। আজ রোববার শেষ হচ্ছে এ উৎসব।
গত শুক্রবার এই কবিতা উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি সৈয়দ শামসুল হক। যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ, আবুল বাশার, লেখক ও মন্ত্রী আবদুস সাত্তারসহ বেশ কজন কবি-সাহিত্যিক।
উৎসবের উদ্বোধন করে সৈয়দ শামসুল হক বলেন, ‘বাংলাদেশে হলুদকে বলে হলদিয়া। হলদিয়া আসলে একটি পাখি। তাই বাংলাদেশের কবিরা হলদিয়া নামের শহুরে কুটুমপাখি।’ তিনি আরও বলেন, ‘সমস্ত বাঙালিই আত্মার আত্মীয়। বিশ্বজুড়ে বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁদের প্রথম ও শেষ পরিচয় হলো বাঙালি।’
কবিতা উৎসবকে ঘিরে এখানে আয়োজন করা হয় বইমেলার। এতে যোগ দিয়েছে ১০০টি প্রকাশনা সংস্থা। আজ রোববার শেষ হচ্ছে এ উৎসব।
No comments