চোখের জলে বিদায়
জেনিত সেন্ট পিটার্সবার্গের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ের নেপথ্য নায়ক তিনি। তিন বছরের দায়িত্বকালে রুশ প্রিমিয়ার লিগে প্রথম শিরোপার পাশাপাশি দলকে এনে দিয়েছিলেন ২০০৮ উয়েফা কাপের শিরোপা। বিদায়বেলায় তাই চোখের পানি ধরে রাখতে পারলেন না ডিক অ্যাডভোকাট। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন স্মৃতিবিজড়িত ক্লাবকে। রুশ লিগে দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য গত ১০ আগস্ট সেন্ট পিটার্সবার্গ বরখাস্ত করেছে ৬১ বছর বয়সী এই ডাচকে। অ্যাডভোকাট নিজেই অবশ্য ঘোষণা দিয়েছিলেন মৌসুম শেষে ক্লাব ছেড়ে দায়িত্ব নেবেন বেলজিয়াম জাতীয় দলের। খেলোয়াড়দের ট্রান্সফার নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এর মূল্য দিতে হলো তাঁকে চাকরি হারিয়ে। সহকারী কোচ আনাতোলি দেভিয়ভ আপাতত দায়িত্ব নিলেও শোনা যাচ্ছে সাবেক ইন্টার মিলান কোচ রবার্তো মানচিনি নিতে পারেন রুশ ক্লাবটির দায়িত্ব।
No comments