বাংলাদেশে ভারত নজর দিলে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বেশি দূরে নয় -পাকিস্তানের তরুণ নেতা

বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল)-এর যুব শাখার এক নেতা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় পিএমএল নেতা কামরান সাঈদ উসমানি বলেন, বাংলাদেশে আক্রান্ত হলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, পাকিস্তানের তরুণ ওই নেতা বলেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা কুদৃষ্টি দেয় তাহলে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্র বেশি দূরে নেই। উসমানি আরও বলেন, বাংলাদেশের ওপর দিল্লির ‘অখণ্ড ভারত’ মতাদর্শ চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা পাকিস্তান মেনে নেবে না।

ভিন্ন আরেকটি ভিডিও বার্তায় উসমানি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে নিজেদের ‘আদর্শিক আধিপত্যে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করতে পারে। তিনি একটি কৌশলগত দৃশ্যপট তুলে ধরে বলেন, পশ্চিম দিক থেকে পাকিস্তান, পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশ ও লাদাখে চীন সক্রিয় থাকলে ভারত চাপের মুখে পড়বে।

এছাড়াও উসমানি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে এবং ‘অখণ্ড ভারত’ মতাদর্শের মাধ্যমে বাংলাদেশকে ভেঙে ফেলার চেষ্টা চলছে।

উসমানির প্রস্তাব, পাকিস্তান ও বাংলাদেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিক। এতে কৌশলগত নিয়ন্ত্রণ আরও মজবুত হবে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এর সঙ্গে বাংলাদেশের বন্দরগুলোর সংযোগ স্থাপন সম্ভব হবে বলে মনে করেন তিনি। যারা বন্দর ও সমুদ্রের নিয়ন্ত্রণ রাখে, তারাই বিশ্ব শাসন করে মন্তব্য করে উসমানি দাবি করেন, পাকিস্তান-বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।

mzamin

No comments

Powered by Blogger.