ক্ষোভে-দুঃখে আমেরিকা ছাড়ছেন প্রখ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরন
নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যমে ৭০ বছর বয়সী ক্যামেরনকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ট্রাম্পের দ্বিতীবার নির্বাচন নিয়ে তিনি কীরকম আতঙ্কে ছিলেন? ক্যামেরন জবাবে বলেন, আমি মনে করি এটা ভয়ঙ্কর। ঐতিহাসিক দিক থেকে আমেরিকা যুগ যুগ ধরে যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে, এখন তা উল্টোদিকে মোড় নিচ্ছে। পুরোটাই ফাঁপা একটি নীতির ওপর দাঁড়িয়ে। আমি মনে করি, ওরা ( ট্রাম্প প্রশাসন ) যত দ্রুত সম্ভব ওদের লাভের জন্য দেশটাকেও ফোঁপড়া করে দেবে।
তিনি বলেন, তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ খুব একটা সহজ কাজ ছিল না। ক্যামেরনের কথায়, এটি এমন একটি বিষয় যা আমি অর্জনের জন্য কাজ করেছি, যার জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। যদি আপনি আপনার পরিবারকে উপড়ে ফেলে কোথাও চলে যেতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে, আপনাকে এর অংশ হতে হবে, আপনাকে মর্যাদা অর্জন করতে হবে।
ক্যামেরন নিউজিল্যান্ডকে তার জন্মভূমি কানাডার সাথে তুলনা করে বলেন, 'আমি কানাডায় বড় হয়েছি এবং এখানকার মানুষের আচরণের মধ্যে অনেক মিল দেখতে পাই। আসলে এখানে আমার একটু বেশি ভালো লাগে। এখানকার মানুষ সহজাত শ্রদ্ধার দাবি রাখে। আমি চেয়েছিলাম আমার সন্তানেরাও এটাই অনুভব করুক।
সূত্র : দ্য গার্ডিয়ান
No comments