চুলের অকালে পেকে যাওয়া রোধ করবেন যেভাবে
পুষ্টির
অভাব, দূষণ, ধূমপানসহ বিভিন্ন কারণে অকালে পেকে যেতে পারে চুল। অনেক সময়
অতিরিক্ত দুশ্চিন্তায়ও চুল পেকে যায় সময়ের আগে। অকালে চুল পাকা রোধ করতে
সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি ধূমপানের অভ্যাস ত্যাগ করাও জরুরি। ব্যবহার
করতে পারেন কিছু হেয়ার প্যাকও।
কারি পাতা ও নারকেল তেল
মুঠোভর্তি কারি পাতা ১ কাপ নারকেল তেলে ফুটিয়ে নিন। ৬ থেকে ৮ মিনিট ফুটান। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন নিয়মিত। এটি চুলের অকালে পেকে যাওয়া রোধ করবে।
পেঁয়াজ ও লেবুর রস
সমপরিমাণ পেঁয়াজের রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম ও মেহেদি
২ টেবিল চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে ১টি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। ১ টেবিল চামচ টক দই মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কালোজিরার তেল
কালোজিরার তেল সামান্য গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।
সরিষার তেল
রাতে ঘুমানোর আগে সরিষার তেল ম্যাসাজ করুন চুলে। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: ফেমিনা
মুঠোভর্তি কারি পাতা ১ কাপ নারকেল তেলে ফুটিয়ে নিন। ৬ থেকে ৮ মিনিট ফুটান। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন নিয়মিত। এটি চুলের অকালে পেকে যাওয়া রোধ করবে।
পেঁয়াজ ও লেবুর রস
সমপরিমাণ পেঁয়াজের রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম ও মেহেদি
২ টেবিল চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে ১টি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। ১ টেবিল চামচ টক দই মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কালোজিরার তেল
কালোজিরার তেল সামান্য গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।
সরিষার তেল
রাতে ঘুমানোর আগে সরিষার তেল ম্যাসাজ করুন চুলে। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: ফেমিনা
No comments