‘পৃথিবীর ফুসফুসের জন্য আরো শক্তি চাই’
‘পৃথিবীর
ফুসফুস’খ্যাত আমাজন পুড়ছে দাবানলের আগুনে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয়
এ বনাঞ্চলের আগুন গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ক্রীড়াঙ্গনের তারকারা এ
নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো টুইট করে
বলেছেন, আমাদের গ্রহকে বাঁচাতে আগুন নেভানোর দায়িত্বটা সবার। এ নিয়ে টুইট
করেছেন পাওলো দিবালা, লুইস সুয়ারেজ, নোভাক জকোভিচরাও।
গোটা বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন আসে আমাজন থেকে। চলতি মাসের শুরুতে এ বনাঞ্চলে আগুনের জন্য জরুরি অবস্থা জারি করে ব্রাজিল সরকার। আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় চুপ করে থাকতে পারেননি রোনালদো। আমাজান পৃথিবীর ‘সম্পদ’ আর সেখানে আগুন লাগা মানে বাসযোগ্য এ গ্রহেরই ক্ষতি, তাই আগুন নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে টুইট করেন জুভেন্টাস তারকা, ‘বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন সরবরাহ করে থাকে আমাজন আর তা পুড়ছে গত তিন সপ্তাহ ধরে।
আমাদের গ্রহকে বাঁচানোর দায়িত্বটা সবার।’ দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় ৪০ শতাংশ জায়গাজুড়ে বিস্তার আমাজন বনের। আর্জেন্টিনা ও জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার টুইট, ‘আমাজন পুড়ছে। আমাজন শুধু দক্ষিণ আমেরিকার নয়, এটা সবার। আর এটা পৃথিবীর ফুসফুস যা আমাদের গ্রহকে ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে থাকে। এটা সারা বিশ্বের বন তাই আমাদের ভবিষ্যৎ পুড়ছে। আমাদের সবাইকে কিছু করতে হবে।’
উরুগুয়ে ও বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আমাজনের আগুন নেভাতে শুধু প্রার্থনার কথাই বলেননি লড়াইয়ের আহ্বানও জানিয়েছেন। ‘আমাজনের জন্য প্রার্থনা। আমাদের পৃথিবীর ফুসফুসের জন্য আরও শক্তি চাই। আসুন সবাই মিলে লড়াই করি।’ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ক্রিস স্মলিং আমাজনের আগুন নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন। প্রথম টুইটে আমাজন বনের আদিবাসী এবং সেখানকার বৈচিত্রময় প্রাণিজগৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এ ইংলিশ ডিফেন্ডার। পরের টুইটে গবাদিপশুর খামার বানানোকে আমাজন পোড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন স্মলিং। টেনিস তারকা নোভাক জোকোভিচ আমাজনের পোড়ার একটি ছবি টুইট করে লিখেছেন ‘মর্মান্তিক।’
গোটা বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন আসে আমাজন থেকে। চলতি মাসের শুরুতে এ বনাঞ্চলে আগুনের জন্য জরুরি অবস্থা জারি করে ব্রাজিল সরকার। আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় চুপ করে থাকতে পারেননি রোনালদো। আমাজান পৃথিবীর ‘সম্পদ’ আর সেখানে আগুন লাগা মানে বাসযোগ্য এ গ্রহেরই ক্ষতি, তাই আগুন নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে টুইট করেন জুভেন্টাস তারকা, ‘বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন সরবরাহ করে থাকে আমাজন আর তা পুড়ছে গত তিন সপ্তাহ ধরে।
আমাদের গ্রহকে বাঁচানোর দায়িত্বটা সবার।’ দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় ৪০ শতাংশ জায়গাজুড়ে বিস্তার আমাজন বনের। আর্জেন্টিনা ও জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার টুইট, ‘আমাজন পুড়ছে। আমাজন শুধু দক্ষিণ আমেরিকার নয়, এটা সবার। আর এটা পৃথিবীর ফুসফুস যা আমাদের গ্রহকে ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে থাকে। এটা সারা বিশ্বের বন তাই আমাদের ভবিষ্যৎ পুড়ছে। আমাদের সবাইকে কিছু করতে হবে।’
উরুগুয়ে ও বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ আমাজনের আগুন নেভাতে শুধু প্রার্থনার কথাই বলেননি লড়াইয়ের আহ্বানও জানিয়েছেন। ‘আমাজনের জন্য প্রার্থনা। আমাদের পৃথিবীর ফুসফুসের জন্য আরও শক্তি চাই। আসুন সবাই মিলে লড়াই করি।’ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ক্রিস স্মলিং আমাজনের আগুন নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন। প্রথম টুইটে আমাজন বনের আদিবাসী এবং সেখানকার বৈচিত্রময় প্রাণিজগৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন এ ইংলিশ ডিফেন্ডার। পরের টুইটে গবাদিপশুর খামার বানানোকে আমাজন পোড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন স্মলিং। টেনিস তারকা নোভাক জোকোভিচ আমাজনের পোড়ার একটি ছবি টুইট করে লিখেছেন ‘মর্মান্তিক।’
No comments