প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারী: শপথ নিলেন কোরআন ছুঁয়ে
প্রথম
মুসলিম নারী সদস্য হিসেবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে শপথ নিয়েছেন
ইলহান ওমর ও রাশিদা তিলাইব। কেনিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর কংগ্রেসের
ইতিহাসে একমাত্র হিজাব পরিহিতা সদস্য। বৃহস্পতিবার তার সঙ্গে আরেক মুসলিম
নারী রাশিদা তিলাইবও কোরআনের ওপর হাত রেখে কংগ্রেস সদস্যের শপথ পাঠ করেন।
তবে রাশিদা মুসলিম বিধান অনুযায়ী হিজাব পরিধান না করে ঐতিহ্যবাহী পোশাক
পরেন।
একসময় ইলহান ওমরের বসবাস ছিল কেনিয়ার শরণার্থী শিবিরে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার ২৩ বছরের মাথায় বৃহস্পতিবার ডেমোক্রেট সদস্য হিসেবে প্রভাবশালী মার্কিন কংগ্রেসের অন্তর্ভুক্ত করলেন নিজেকে। আর এর মধ্য দিয়েই প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্যের শপথ পাঠ করে রেকর্ড গড়েছেন তিনি। তাকে প্রতিনিধি পরিষদের সদস্যপদ দিতে ১৮১ বছরের পুরাতন আইন সংশোধন করা হয়েছে।
ওই আইনে কংগ্রেসের চেম্বারে হিজাব পরে বা মাথা আবৃত করে বসার ওপর নিষেধাজ্ঞা দেয়া ছিল। সম্প্রতি সেই আইনের সংশোধনী আনা হয়। এর আওতায় তিনি প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। হিজাবের বিষয়ে গত নভেম্বরে ইলহান ওমর এক টুইটে বলেন, ‘কেউ আমার মাথায় হিজাব পরিয়ে দেয়নি। আমি নিজেই পরেছি। এটা আমার পছন্দ।’
দুই মুসলিমসহ বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ১০২ জন নারী মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন। এবারের প্রতিনিধি পরিষদকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় পরিষদ। মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমরের পাশাপাশি কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরেক মুসলিম নারী রাশিদা তিলাইব। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী মায়ের হাতে সেলাই করা ঐতিহ্যবাহী পোশাক পরে কোরআনের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় রাশিদা যখন ন্যান্সি পেলোসির প্রতি নিজের সমর্থন জানাচ্ছিলেন, তখন তার দুই ছেলে পাশেই দাঁড়িয়ে ছিল। বড় ছেলে ১৩ বছরের অ্যাডামও মায়ের সঙ্গে উচ্চস্বরে ন্যান্সি পেলোসির নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়েই দুই মুসলিম নারী মার্কিন কংগ্রেসের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস তৈরি করেন।
একসময় ইলহান ওমরের বসবাস ছিল কেনিয়ার শরণার্থী শিবিরে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার ২৩ বছরের মাথায় বৃহস্পতিবার ডেমোক্রেট সদস্য হিসেবে প্রভাবশালী মার্কিন কংগ্রেসের অন্তর্ভুক্ত করলেন নিজেকে। আর এর মধ্য দিয়েই প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্যের শপথ পাঠ করে রেকর্ড গড়েছেন তিনি। তাকে প্রতিনিধি পরিষদের সদস্যপদ দিতে ১৮১ বছরের পুরাতন আইন সংশোধন করা হয়েছে।
ওই আইনে কংগ্রেসের চেম্বারে হিজাব পরে বা মাথা আবৃত করে বসার ওপর নিষেধাজ্ঞা দেয়া ছিল। সম্প্রতি সেই আইনের সংশোধনী আনা হয়। এর আওতায় তিনি প্রথম হিজাবধারী নারী হিসেবে কংগ্রেস সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন। হিজাবের বিষয়ে গত নভেম্বরে ইলহান ওমর এক টুইটে বলেন, ‘কেউ আমার মাথায় হিজাব পরিয়ে দেয়নি। আমি নিজেই পরেছি। এটা আমার পছন্দ।’
দুই মুসলিমসহ বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ১০২ জন নারী মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নেন। এবারের প্রতিনিধি পরিষদকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় পরিষদ। মিনেসোটা থেকে নির্বাচিত ইলহান ওমরের পাশাপাশি কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরেক মুসলিম নারী রাশিদা তিলাইব। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী মায়ের হাতে সেলাই করা ঐতিহ্যবাহী পোশাক পরে কোরআনের ওপর হাত রেখে শপথবাক্য পাঠ করেন। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে ভোটাভুটির সময় রাশিদা যখন ন্যান্সি পেলোসির প্রতি নিজের সমর্থন জানাচ্ছিলেন, তখন তার দুই ছেলে পাশেই দাঁড়িয়ে ছিল। বড় ছেলে ১৩ বছরের অ্যাডামও মায়ের সঙ্গে উচ্চস্বরে ন্যান্সি পেলোসির নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়েই দুই মুসলিম নারী মার্কিন কংগ্রেসের রেকর্ড ভঙ্গ করে ইতিহাস তৈরি করেন।
No comments