পাকিস্তানে বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত
পাকিস্তান
ও চীনের অর্থনৈতিক করিডরে বড়সড় হামলার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে বলে
অভিযোগ করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদমাধ্যম
ডনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
খবরে
বলা হয়েছে, বেলুচিস্থান সরকারকে দেওয়া একটি চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে,
সিপেকে সন্ত্রাসী আক্রমণ চালাতে ভারত এর জন্য সেখানে আরও নিরাপত্তা
বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। সোমবার ডনের খবরে বলা হয়েছে, সিপেকের মূল
রাস্তা, কারাকোরাম হাইওয়ের কাছে সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়
আঘাত হানার পরিকল্পনা করছে ভারত। নাশকতার ট্রেনিংয়ের জন্য প্রায় ৪০০ মুসলিম
তরুণকে আফগানিস্তানে পাঠানো হয়েছে। বেলুচিস্থান সরকার জানিয়েছে, দিয়ামের
জেলায় যেসব সেতু রয়েছে সেখানে ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকি
বিদেশি পর্যটকের চালচলনের ওপর কড়া নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত,
চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে চীনের শিনজিয়াংয়ের খাসগড় থেকে বেলুচিস্তানের
গদর বন্দর পর্যন্ত সড়ক, রেলপথ তৈরি করা হচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের
ওপর দিয়ে এই করিডর যাওয়ায় প্রবল আপত্তি জানিয়ে আসছে ভারত।
No comments