আইফোনে মেসেজ ব্লক করতে
মোবাইলে
অনেক সময় স্প্যাম মেসেজ আসে। গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে কাজে বিঘ্ন ঘটায়।
চাইলে আইফোন ব্যবহারকারীরা কোনো থার্ডপার্টি অ্যাপ ইন্সটল করা ছাড়াই
মেসেজগুলো ব্লক করতে পারবেন। কীভাবে কাজটি করতে হবে, তা এ টিউটোরিয়ালে তুলে
ধরা হল। আইফোন থেকে প্রথমে মেসেজ অ্যাপে যেতে হবে। তারপর যে স্প্যাম
মেসেজটি ব্লক করতে চান, সেটায় ট্যাপ করতে হবে।
মেসেজ বক্সটি খোলার পরে ডান
পাশে উপরে ‘র’ আইকনের একটি চিহ্ন দেখা যাবে। এতে ক্লিক করে স্প্যাম পাঠানো
মেসেজের তথ্য পাওয়া যাবে। তারপর স্ক্রল করে নিচের দিকে গিয়ে ‘Block this
caller’ অপশনে ক্লিক করলে নম্বরটি ব্লক হয়ে যাবে। এ প্রক্রিয়ায় কয়েকটি
নম্বর ব্লক করার পর চাইলে নির্দিষ্ট নম্বরের ব্লক খুলে দেয়া যাবে। এছাড়া
আপনি চাইলে দেখতে পারবেন কতজনকে ব্লক করা হয়েছে। এটি দেখতে আপনাকে
‘settings’ অপশনে গিয়ে ‘messages’-এ ক্লিক করতে হবে হবে। তারপর সেখানে
‘নষড়পশবফ’ অপশনে ক্লিক করলে যে নম্বরগুলো ব্লক করা হয়েছে সেগুলোর তালিকা
দেখানো হবে। আইওএস ৭ ও তার পরবর্তী সংস্করণগুলোয় এ প্রক্রিয়ায় নম্বর ব্লক
করা যাবে। -আইটি ডেস্ক
No comments