৪০ রোগীর দেহে এইডস ভাইরাস ঢোকালেন ডাক্তার!
গ্রামের
এক হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসার ফলে ৪০ রোগীর দেতে অজান্তে ঢুকেছে এইচআইভি
এইডসের ভাইরাস। ডাক্তার রাজেন্দ্র কুমার কম পয়সায় চিকিৎসার টোপ দিয়ে দিনের
পর দিন ব্যবহার করে অপরিশোধিত সিরিঞ্জ। যার ফলে এইচআইভি ভাইরাস ছড়িয়ে
পড়েছে রোগীদের শরীরে। প্রায় এমন ৪০ জন রোগীকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির
জন্য কানপুরে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে উন্নাও
জেলায়। বাগরামাউয়ের প্রেমগঞ্জ ও চকমিরপুর এলাকায় ২৪ থেকে ২৭ জানুয়ারি মোট
৫৬৬ জনের রক্ত পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪০ জন এইচআইভি পজিটিভ রোগী পাওয়া
যায়। খবর আল জাজিরার। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওই জেলার মুখ্য
স্বাস্থ্য কর্মকর্তা এস পি চৌধুরী। তিনি বলেন, 'এইচআইভি সংক্রমণ ক্রমশ
বাড়তে থাকায় কারণ অনুসন্ধান করতে দুই সদস্যের দল গঠন করেছে স্বাস্থ্য
দফতর। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, 'এই ধরনের
অপরাধীর কড়া শাস্তি হওয়া প্রয়োজন। কোনোভাবেই অপরাধী পার পাবে না।' সমীক্ষা
অনুযায়ী, ২০১৬ সালের শেষে ভারতের এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল ২১ লাখ।
No comments