আখেরাতের মামলায় ফেল করলে কোনো খালাস নেই: চরমোনাইপীর
মুসলিম
উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে
বুধবার চরমোনাইর তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। চরমোনাই
পীর সৈয়দ মাও. মো. রেজাউল করিম মোনাজাত পরিচালনা করেন। এতে বিশেষ করে
নির্যাতিত রোহিঙ্গাদের শান্তি কামনা করা হয়। এর আগে সমাপনী বয়ানে মাও.
রেজাউল করিম বলেন, দুনিয়া হল আখেরাতের কামাইয়ের জায়গা। দুনিয়ার মামলায়
একবার ফেল করলে আবার উচ্চ আদালতে তদবির করে খালাসের আশা করা যায়। কিন্তু
আখেরাতের মামলায় ফেল করলে কোনো খালাস নেই। এজন্য আল্লাহ এবং রাসুলের নীতি
গুরুত্ব দিয়ে অনুসরণ করতে হবে। ‘বাংলার জমিনে ইসলামী হুকুমাত কায়েম করতে’
চরমোনাই পীর আগামী নির্বাচনে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান। মোনাজাতে
সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রমুখ অংশ নেন। মোনাজাত শেষে
মুসল্লিরা কয়েকশ’ বাস, ট্রাক, ট্রুলার ও লঞ্চে নিজ নিজ এলাকায় ফিরে যান।
No comments