লেকহেড স্কুল রোববার পর্যন্ত বন্ধ থাকবে
জঙ্গি
কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেয়া রাজধানীর লেকহেড গ্রামার
স্কুলের বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে রোববার। ততদিন পর্যন্ত স্কুলটি বন্ধ
থাকবে বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ
আদেশ দেন। এদিন লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন
আদালত। উল্লেখ্য, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় উগ্রবাদে উৎসাহ
দেয়াসহ কয়েকটি অভিযোগে ৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় লেকহেড গ্রামার
স্কুল বন্ধের নির্দেশ দেয়। এর পর ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইলিয়াস
মেহেদী পর দিন ওই স্কুলে গিয়ে সিলগালা করে দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে
গত ১৪ নভেম্বর ২৪ ঘণ্টার মধ্যে লেকহেড স্কুলের ধানমণ্ডি ও গুলশানের শাখা
খুলে দেয়ার নির্দেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি
মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। তবে লেকহেড
স্কুল কর্তৃপক্ষকে জঙ্গিবাদসহ যে কোনো বিষয়েই সরকারকে সব ধরনের সহযোগিতা
করার নির্দেশও দেয়া হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে
১৫ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের
আদেশ স্থগিত করে ১৯ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ
দেন। এর পর হাইকোর্টের রায় ১০ দিনের জন্য স্থগিত করে রাষ্ট্রপক্ষকে লিভ টু
আপিল করতে আদেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আজ বৃহস্পতিবার
রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে রোববার আপিলের শুনানির দিন ধার্য
করেছেন আদালত।
No comments