ওয়াশিং মেশিনে পড়ে জমজ বাচ্চার নির্মম মৃত্যু



তিন বছর বয়সী জমজ দু’সন্তানের মৃত্যু হয়েছে ওয়াশিং মেশিনের ভিতরে পড়ে। এমন মৃত্যুতে পিতামাতা পাগলপ্রায়। এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই চিরদিনের জন্য হারিয়ে গেল দুটি সন্তান। কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না বিষয়টিকে। ঘটনাটি ঘটেছে দিল্লির অবন্তিকায় রোহিনী নামের একটি হাউজিং কমপ্লেক্সে। শনিবার বিকালে সেখানকার এক মা রাখি তার দু’সন্তান লক্ষ ও নিশুকে বাসায় রেখে নিচে যান ওয়াশিং পাউডার কিনতে। এ সময় বাসায় আর কেউ ছিল না। তিনি ফিরে দু’সন্তানকে না পেয়ে হন্যে হয়ে এ বাসায় ও বাসায় খোঁজেন। কোত্থাও না পেয়ে তিনি স্বামী রবীন্দ্ররকে ফোন করেন। তিনি একটি ইন্সুরেন্স কোম্পানির ম্যানেজার। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে বাসায় ফিরে যান। স্বামী-স্ত্রী মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন। কোথাও তাদেরকে না পেয়ে রবীন্দ্রর ওয়াশিং মেশিনের ভিতরে উঁকি দেন। তখনই তার সামনে ভেসে ওঠে ভাগ্যের নির্মম পরিহাস। তিনি দেখতে পান ওয়াশিং মেশিনের পানির ভিতরে মাথা নিচের দিকে দিয়ে মৃত পড়ে আছে দু’সন্তান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটা একটি দুর্ঘটনা। তবে তারা সব দিক থেকে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, বাচ্চা দুটির মৃত্যু হয়েছে পানিতে ডুবে। লাশের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে একটি সরকারি হাসপাতালে। রিপোর্টে বলা হয়েছে, লক্ষ ও নিশু নামের এই জমজ দু’সন্তান স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের সময় বাথরুমের পাশেই খেলছিল। এ সময় ওয়াশিং মেশিনের কাছে ময়লা কাপড় স্তূপ করে রাখেন তাদের মা রাখি। এক পর্যায়ে তিনি ওয়াশিং মেশিনে পানি ভরে নিচের দোকানে যান গুঁড়ো সাবান কিনতে। তিনি ফিরে যান ৬ মিনিটের মধ্যে। এ সময় সন্তানদের খুঁজে না পেয়ে তিনি স্বামীকে ফোন করেন। তিনি বাসায় ফিরে ওয়াশিং মেশিনের ভিতর থেকে উদ্ধার করেন সন্তানের নিথর দেহ। তা নিয়ে দ্রুত ছুটে যান একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.