গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। পিপিপির অপর নেতা মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও জারি করা হয়েছে পরোয়ানা। বৃহস্পতিবার পাকিস্তানের একটি দুর্নীতি দমন আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) আদালতে ইউসুফ গিলানি ও মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধে দুর্নীতির ১২টি মামলার চার্জশিট দাখিল করলে এ পরোয়ানা জারি করা হয়। বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ (টিডিএপি) স্ক্যান্ডালে কোটি রুপির দুর্নীতির অভিযোগে এ দুই নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর আগে আদালত এসব মামলায় গিলানি ও ফাহিমকে হাজির হওয়ার নির্দেশ দিলে তা উপেক্ষিত হয়। বৃহস্পতিবার এফআইএ চার্জশিট দাখিল করলে শুনানি শেষে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
সেই সঙ্গে ১০ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের আটক করে আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়। ২০০৮ সালের ২৫ মার্চ পাকিস্তানের ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন শুরু করেন ইউসুফ রাজা গিলানি। ২০১২ সালের ২৬ এপ্রিল দেশটির সর্বোচ্চ আদালত তাকে অযোগ্য ঘোষণা করে বহিষ্কারাদেশ দিলে তিনি ক্ষমতাচ্যুত হন। এদিকে, বুধবার করাচিতে এক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অসিম হোসাইনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়। তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত করাচি নিশ্চিত করতে সম্প্রতি দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ ‘সন্ত্রাসবাদ, মাফিয়া, সহিংসতা ও দুর্নীতির মধ্যে বিদ্যমান দুষ্টু চক্রকে’ ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এর একদিন পরই অসিমকে আটক করা হয়।
No comments