লন্ডনের রাসেল স্কয়ারে ছুরি হামলায় নারী নিহত
লন্ডনের রাসেল স্কয়ারে ছুরি হামলার পর রক্তাক্ত ঘটনাস্থল পরিষ্কার করছেন নিরাপত্তাকর্মীরা। এএফপি |
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাসেল স্কয়ারে এক ব্যক্তির ছুরি হামলায় এক নারী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ হামলা হয়। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি ‘জঙ্গি হামলা’ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ডেইলি মেইল জানিয়েছে, রাসেল স্কয়ারে ছুরি হামলায় নিহত নারী যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বয়স ষাটের কাছাকাছি। আহত পাঁচজনের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। তারা ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অস্ট্রেলিয়ার নাগরিক। রাসেল স্কয়ারে হামলার খবর পেয়ে পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়।
পুলিশ রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ইলেকট্রিক স্টেন গান ব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজনকে অচেতন করে গ্রেফতার করে। সন্দেহভাজন তরুণকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে অথবা মানসিক স্বাস্থ্য এ ঘটনার একটি ‘উল্লেখযোগ্য কারণ’ হতে পারে। পুলিশের বিশেষ সন্ত্রাসবাদবিরোধী ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সরাসরি সন্ত্রাসবাদ না থাকলেও সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হয়ে ওই তরুণ হামলা চালিয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হামলার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাটির কাছেই ব্রিটিশ মিউজিয়াম ও ইউনিভার্সিটি অব লন্ডন অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসেল স্কয়ারের মাঝামাঝি পার্কের বাইরে সাউদাম্পটন রো’তে পুলিশের একটি ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়েছে।
No comments