‘দিদিগিরি’তে দেবশ্রী-নয়নার মুখে হাসি, রুপা-লকেট ধরাশায়ী
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতলেও উৎসব মঞ্চে খুব একটা পাত্তা পাচ্ছেন না টালিউড তারকারা। কলকাতায় এখন একটাই স্লোগান- ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল, ঘরে ঘরে তৃণমূল। পশ্চিমবঙ্গজুড়েই এখন এখন ‘দিদি’ ‘দিদি’ রব। প্রায় অর্ধশতাব্দী পর একক দল হিসেবে ভূমিধস জয় পেয়ে সবচেয়ে বড় সেলিব্রেটি এখন মমতা ব্যানার্জি। আর সেখানে প্রচণ্ড সূর্যের আচে যেন নিভু নিভু তারা হয়ে জ্বলছে রুপালি পর্দার একদল অভিনয়শিল্পী। দিদির দিদিগিরিতে ভর করে রাজনীতির মঞ্চে নতুন চরিত্র ‘এমএলএ’ চিত্রায়ণের সুযোগ পেলেন তাদের অনেকে।
হেভিওয়েট সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলিকে হারিয়ে রায়দীঘি থেকে জিতেছেন তৃণমূলের প্রার্থী নায়িকা দেবশ্রী রায়, কংগ্রেস প্রার্থীকে উড়িয়ে দিয়ে চৌরঙ্গি থেকে জিতে এসেছেন তৃণমূলের নয়না ব্যানার্জি। দিদির হাত ধরে বালিগঞ্জ আসন থেকে জিতলেন প্রয়াত আইসিসি সভাপতি জাগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া উত্তর থেকে জয়ী হয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। এ ছাড়া বারাসাত থেকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, চন্দননগর থেকে গায়ক ইন্দ্রনীল সেন, চাঁচোল থেকে গায়ক সৌমিত্র রায় এবং পান্ডুয়া থেকে ভারতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রহিম নবি জয়ী হয়েছেন। তবে তৃণমূলের প্রার্থী হয়েও শিলিগুড়ি থেকে নির্বাচনে হেরেছেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। তবে বিজেপির পক্ষের তারকা প্রার্থীদের জন্য এবারের নির্বাচন খুব একটা সুখকর হল না। দলের মতো বিজেপির তারকা প্রার্থীরাও হেরেছেন রেকর্ড ভোটে। বিজেপি থেকে লড়ে হাওড়া উত্তরে পরাজিত হলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রুপা গাঙ্গুলী। আর বীরভূমের ময়ূরেশ্বরে হারলেন হালের পর্দা কাঁপানো অভিনেত্রী লকেট চ্যাটার্জি।
No comments