পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ
পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাবে ভারত-বাংলাদেশ- এমনই মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলী, ট্রেডবডি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন শ্রীংলা। তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে ভারত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। উভয় দেশের প্রাইভেট সেক্টরকে পরিপূরক হিসেবে কাজ করতে হবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়ার সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীনকাল থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত চট্টগ্রাম। সড়ক, রেল ও নৌপথে দেশের অন্যান্য অঞ্চল তথা পূর্ব ভারতীয় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে রিজিওনাল হাবে পরিণত হতে পারে এ অঞ্চল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমএ লতিফ এমপি, চেম্বার সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এমএ লতিফ এমপি বলেন,
বাংলাদেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন করে বিশ্ব বাণিজ্যে চীনের মতো স্থান দখল করা সম্ভব। ভারতের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে বাংলাদেশের। উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে উভয় পক্ষই লাভবান হওয়া সম্ভব। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি, রোডলিংক, বন্দর সম্প্রসারণ, তথ্য প্রযুক্তি, পর্যটন, উপকূলীয় নৌপরিবহন এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয়পক্ষ উপকৃত হবে। তিনি মিরসরাই ও আনোয়ারায় বাস্তবায়নাধীন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ কামনা করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কাঠামোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস করা সম্ভব বলেও মন্তব্য করেন চেম্বার সভাপতি। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম বলেন, দু’দেশের মধ্যে বর্তমানে অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে এবং পারস্পরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি চট্টগ্রামকে বিনিয়োগের আদর্শ স্থান উল্লেখ করে চট্টগ্রামে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনারের সহায়তা কামনা করেন।
No comments