সুশাসন নিয়ে আলোচনায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি সারাহ
নাগরিক
নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি সারাহ
সিওয়েলের ঢাকা সফরের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ওয়াশিংটন ডিসি থেকে স্টেট
ডিপার্টমেন্টের মুখপাত্র সফরটির বিষয়ে মিডিয়া নোট দিয়েছেন। সেখানে তিনি
জানান, গত ২৫শে মার্চ থেকে থাইল্যান্ড সফরে রয়েছেন সারাহ। ব্যাংকক থেকে
সরাসরি বাংলাদেশে আসবেন তিনি। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এখানে থাকবেন ওবামা
প্রশাসনের গুরুত্বপূর্ণ ওই প্রতিনিধি। ঢাকা সফরকালে সুশাসন এবং
সহিংস-সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার বিষয়ে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের
সরকারি প্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবেন তিনি। ঢাকায়
সন্ত্রাসবাদ বিরোধী একটি জনবক্তৃতাও করবেন সারাহ। ‘আওয়ার শেয়ার স্ট্রাগল
এগেইস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক ওই বক্তৃতা হবে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ্য, সারাহ দুই বছরের বেশি সময় ধরে মার্কিন স্টেট
ডিপার্টমেন্টে নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়টি দেখভাল
করছেন। বাংলাদেশে এটা তার প্রথম সফর। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও
নিরাপত্তা পরিস্থিতিসহ সার্বিক প্রেক্ষাপটে মার্কিন ওই প্রতিনিধির ঢাকা
সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, মোট সাতটি ব্যুরো ও অফিস প্রধানের দায়িত্বে
রয়েছেন আন্ডার সেক্রেটারী সারাহ সিওয়েল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র
জানিয়েছে, ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র, পররাষ্ট্র,
পুলিশ ও অন্যান্য সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগ্রহ রয়েছে
তার। দূতাবাসের তরফে সেই আগ্রহ প্রকাশ করা হয়েছে জানিয়ে সরকারি এক
কর্মকর্তা বলেন, দূতাবাস যেসব আপয়েনমেন্ট চেয়েছে তার বেশির ভাগই চূড়ান্ত
হয়েছে।
No comments