‘রাজনৈতিক নেতাদের কারণে মাদকের ভয়াবহ বিস্তার’
মাদক
নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. আমির হোসেন বলেছেন
রাজনৈতিক দলগুলোর কিছু নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই জন্য দেশে মাদক
সেবনের ভয়াবহ বিস্তার ঘটেছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার
একুশে স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের ৭০
লাখ মানুষ মাদক নিচ্ছেন। এর বেশির ভাগই তরুণ। মাদকের এই ভয়াবহ থাবা থেকে
বাচার জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার প্রয়োজন। একই সঙ্গে দলগুলোকে মাদক
দ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের দল থেকে বাদ দিতে হবে। মো. আমির হোসেন বলেন,
মাদক আসছে ভারত ও মিয়ানমার থেকে। এসব মাদক শুধু পুলিশ, বিজিবি, র্যাব বা
প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে
হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মানজুরুল ইসলাম বলেন, আগে এ
দেশের যুব সমাজ হেরোইন সেবন করত। পরবর্তী সময়ে ফেনসিডিল সেবন শুরু করে।
বর্তমানে দেশে প্রতিদিন ৩০ লাখ মানুষ ইয়াবা সেবন করে। মাদক দ্রব্য
বিক্রেতারা শিক্ষার্থীদের মাদকাসক্ত করতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাদকবিরোধী সমাবেশে প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম, হাজীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, একুশে গার্লস স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক প্রমুখ।
মাদকবিরোধী সমাবেশে প্রায় দুই হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম, হাজীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, একুশে গার্লস স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক প্রমুখ।
No comments