লটারিতে ৪ লাখ ইউরো জিতলেন শরণার্থী
কাঠের নৌকায় ভেসে ইউরোপে আসা সেনেগালের এক শরণার্থী লটারিতে ৪ লাখ ইউরো জিতেছেন। স্পেনে বার্ষিক ‘ক্রিসমাস লটারি’ জয় করে এই অর্থ পাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে। নাগামি নামের ওই শরণার্থী নৌকা করে ইউরোপে এসেছিলেন। স্পেনের আলমেরি অঞ্চলে স্ত্রীসহ বাস করেন তিনি। সেখানে বিক্রি হওয়া লটারির টিকিট কেনেন নাগামি। তার টিকিট নম্বর ৭৯১৪০। ‘এল গরদো’ নামে স্পেনিশ ওই জনপ্রিয় লটারির ড্র অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর মঙ্গলবার। লটারির মোট পুরস্কার ছিল ৬৩ কোটি ইউরো। লটারি জয় প্রসঙ্গে নাগামি বলেন, বিশ্বাস হচ্ছে না আমি লটারিটি জিতেছি। শুনলে হয়ত আপনারা বিশ্বাস করবেন না,
কিন্তু কখনও কখনও আমাদের দু’জনের কাছে ৫ ইউরো থাকে না। এ সময় তিনি স্পেন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা ৬৫ জন সেই নৌকায় ছিলাম। সেখান থেকে আমাদের উদ্ধার করার জন্য স্পেনের সরকারকে ধন্যবাদ। ২০০৭ সালে অভিবাসীদের নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেয়ার পথে তাকে এবং তার স্ত্রীকে সাগর থেকে উদ্ধার করে স্পেনের কোস্টগার্ড। পরে তাদের টেনেরিফ দ্বীপে নেয়া হয়। তিনি বলেন, স্পেনে পৌঁছানোর পর আমরা টিকে থাকার জন্য অস্থায়ী ভিত্তিতে কোনো একটি ফার্মে কাজ জুটিয়ে নিতে চেষ্টা করি। চেষ্টা করি কোনো সবজির ক্ষেতে কাজ পাওয়ার। নাগামে বলেন, সম্প্রতি একটি গ্রিনহাউসের কাজ থেকে তাদের ছাঁটাই করা হয়েছে।
No comments