অবসরে যাচ্ছেন দাউদ ইব্রাহিম আসছেন আনিস!
একসময়ের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের কথিত ‘দেবতা’ পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহীম আগামী শনিবার তার ৬০তম জন্মদিনে আন্ডারওয়ার্ল্ড রাজত্ব থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিতে পারেন। তার উত্তরসূরি নিয়োগ করবেন তারই আপন ভাই আনিস আহমেদকে। দাউদ ইব্রাহীম বর্তমানে ভারত থেকে পালিয়ে পাকিস্তানের করাচিতে অবস্থান করছেন। দেশটির নিরাপত্তারক্ষীরা তাকে সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখে বলে ভারতের গোয়েন্দারা জানিয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, দাউদের অন্যতম সহকারী ছোটা শাকিলকে এরই মধ্যে তার গ্যাঙের প্রধান নির্বাহী বা সিইও নিয়োগ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ডি-কোম্পানির উত্তরাধিকারীর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ডি-কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট মুম্বাইয়ের অনেকে এই আন্ডারওয়ার্ল্ড গ্যাং সম্পর্কে ভালো তথ্য রাখলেও নতুন উত্তরসূরি নিয়োগের ব্যাপারে তারাও কোনো কিছু জানাতে পারেননি। অনেকেই বলেছেন, ‘ভাইয়ের পদক্ষেপের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কিছুই শুনিনি।’ টাইমস অব ইন্ডিয়া।
No comments