ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্রে ইসরাইলি প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছেন!
ইসরাইলের দৈনিক হারেৎজ লিখেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মানসিক সংকটের শিকার করেছে।
ফ্রি প্যালেস্টাইন বার্তা সংস্থার খবরে ইসরাইলি দৈনিকের এই মন্তব্য প্রকাশিত হয়েছে। দৈনিকটি লিখেছে, 'নেতানিয়াহু শিশুদের সমাবেশে এমনভাবে কথা বলেছেন যেন তিনি সেনা-সমাবেশে বা (ইসরাইলি সংসদ) নেসেটে কথা বলছেন! নেতানিয়াহু অবশ্যই মানসিক সংকটের শিকার হয়েছেন এবং ফিলিস্তিনিদের রকেট তাকে পাগল করে ফেলেছে।'
ইসরাইলের দৈনিকটি আরো লিখেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী শিশুদের সমাবেশে ভারসাম্যহীন কথা বলছেন তা বিশ্বাস করা অসম্ভব।
নেতানিয়াহু (ইসরাইলি) শিশুদের ওই সমাবেশে বলেছিলেন, 'আমি তোমাদের কাছে চাই যে তোমরা সবাই ইহুদিবাদী হও এবং ফিলিস্তিনিদের মোকাবেলায় হেলাফেলা করো না, সমস্ত শক্তি দিয়ে তাদের রুখে দাঁড়াও, কারণ আরো কয়েক কিলোমিটার ওই দিকে হামাস শিশুদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ও আমাদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সব সময়।'
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। যুদ্ধ-অপরাধী হিসেবে তার বিচারের দাবি ব্রিটেনের সংসদে তোলার জন্য গণ-আবেদনপত্রে স্বাক্ষরের সংখ্যা প্রায় এক লাখ দশ হাজারে পৌঁছেছে। নেতানিয়াহু গতকাল দু'দিনের এক সফরে ব্রিটেনে পৌছেছেন। তবে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে তার সফর শুরু হচ্ছে।
সূত্র : রেডিও তেহরান।
ফ্রি প্যালেস্টাইন বার্তা সংস্থার খবরে ইসরাইলি দৈনিকের এই মন্তব্য প্রকাশিত হয়েছে। দৈনিকটি লিখেছে, 'নেতানিয়াহু শিশুদের সমাবেশে এমনভাবে কথা বলেছেন যেন তিনি সেনা-সমাবেশে বা (ইসরাইলি সংসদ) নেসেটে কথা বলছেন! নেতানিয়াহু অবশ্যই মানসিক সংকটের শিকার হয়েছেন এবং ফিলিস্তিনিদের রকেট তাকে পাগল করে ফেলেছে।'
ইসরাইলের দৈনিকটি আরো লিখেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী শিশুদের সমাবেশে ভারসাম্যহীন কথা বলছেন তা বিশ্বাস করা অসম্ভব।
নেতানিয়াহু (ইসরাইলি) শিশুদের ওই সমাবেশে বলেছিলেন, 'আমি তোমাদের কাছে চাই যে তোমরা সবাই ইহুদিবাদী হও এবং ফিলিস্তিনিদের মোকাবেলায় হেলাফেলা করো না, সমস্ত শক্তি দিয়ে তাদের রুখে দাঁড়াও, কারণ আরো কয়েক কিলোমিটার ওই দিকে হামাস শিশুদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ও আমাদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সব সময়।'
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। যুদ্ধ-অপরাধী হিসেবে তার বিচারের দাবি ব্রিটেনের সংসদে তোলার জন্য গণ-আবেদনপত্রে স্বাক্ষরের সংখ্যা প্রায় এক লাখ দশ হাজারে পৌঁছেছে। নেতানিয়াহু গতকাল দু'দিনের এক সফরে ব্রিটেনে পৌছেছেন। তবে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে তার সফর শুরু হচ্ছে।
সূত্র : রেডিও তেহরান।
No comments