তুরস্কে বিস্ফোরণ, ২৮ জন নিহত
তুরস্ক
ও সিরিয়ার সীমান্তবর্তী শহর সুরিজে বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত ও অনেকে
আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে
বার্তা সংস্থা এএফপি। তুরস্ক কর্তৃপক্ষের দাবি, এটি জঙ্গি সংগঠন ইসলামিক
স্টেটের (আইএস) কাজ। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আমারা কালচার
সেন্টারের কেন্দ্রের বাগানে এ বিস্ফোরণটি হয়।
![]() |
বিস্ফোরণে পর অনেকের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁদের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্ফোরণে। ছবি: রয়টার্স |
দ্য
ফেডারেশন অব সোশ্যালিস্ট ইয়ুথ অ্যাসোসিয়েশনস (এসজিডিএফ) জানায়, সিরিয়ার
কোবানি শহরের পুনর্গঠন কাজে অংশ নেওয়ার জন্য ওই সময় সেখানে অন্তত ৩০০
সদস্য ছিলেন। সংগঠনটি বিস্ফোরণের আগের ও পরের ছবি টুইটারে প্রকাশ করেছে।
এটি ঠিক কোন ধরনের বিস্ফোরণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে, এটি
আত্মঘাতী হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
![]() |
বিস্ফোরণে পর ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় কাগজপত্র ও এসজিডিএফের পতাকা। ছবি: রয়টার্স |
সিরিয়ার
কোবানি শহরের কাছেই তুরস্কের এই সীমান্তবর্তী শহর সুরিজ। গত সেপ্টেম্বর
থেকে কোবানিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ও কুর্দি
যোদ্ধাদের মধ্যে যুদ্ধ চলছে। আইএস শহরটি দখল করে নিলে সেখানকার অনেক
বাসিন্দা পালিয়ে তুরস্কে আশ্রয় নেন।
No comments