শিক্ষাই দ্বীপবাসীর প্রধান অবলম্বন হতে হবে -কুতুবদিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
সহায়-সম্পদ ও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস রত দ্বীপের পৌনে দু’লাখ মানুষের জন্য শিক্ষাই প্রধান অবলম্বন হওয়া দরকার। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হতে হবে। দ্বীপটি সমুদ্রে বিলীন হলেও দ্বীপের শিক্ষিত মানুষ দেশ-বিদেশের যে কোন স্থানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কুতুবদিয়া হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলার প্রবীণ আ’লীগ নেতা এড.ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে স্কুল ময়দানে বুধবার এক বর্নাঢ্য অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, থানা অফিসার ইনচার্জ অংসা থোয়াই, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, প্রবীণ আ.লীগ নেতা শফিউল আলম, বড়ঘোপ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা হাছান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, হাজী কবির হোছাইন, হাজী মুহাম্মদ তাহের, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী রেজা খাঁন, মেম্বার জাহাঙ্গীর সিকদার, মুহাম্মদ ইসলাম, মৌলভী জাকের আহমদ, সেলিনা আখতার, শ্রীমন্ত দাশসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.) স্বাগত বক্তব্য ও শিক্ষক বদরুল আনামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মুজিবুর রহমান, মাষ্টার সিরাজুল ইসলাম মধু, সাবেক শিক্ষক মুহাম্মদ জাকারিয়াসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মিজবাহ উদ্দিন রিজভী, মুহাম্মদ ইউনুছ, নাসরিন সোলতানা ও ইয়াসমিন আখতার বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন।
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)
No comments