রাজধানীতে ৪ বাসে আগুন
রাজধানীর
পৃথক পৃথক স্থানে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায়
কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেয়ার ঘটনায় কাউকে আটক করতে পারেনি
পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১ নম্বরে প্রজাপতি
পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের প্রধান
কার্যালয়ের ডিউটি অফিসার ফরাহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
জানান, রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর ১ নম্বরের ফুটওভার ব্রিজের নীচে
প্রজাপতি পরিবহনের ওই বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের
দুইট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কুড়িল বিশ্বরোড
এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা
সাতটার দিকে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ডিউটি অফিসার এসআই শাহেদ এ আগুনের
ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়
দুর্বৃত্তরা। এর আগে বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
কার্জন হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে দুপুর সোয়া
২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পাশের একটি বাসে
অগ্নিসংযোগ করা হয়েছে। এতে বাসের ৪টি সিট পুড়ে গেছে। শাহবাগ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া রাজধানীর নিউমার্কেট এবং গুলশান মাকের্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো
হয়েছে। এতে ৮ জন আহত হয়েছেন।
No comments