ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত
নাটকীয়ভাবে
বুধবার রাতে এক ঘোষণার মাধ্যমে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে সরিয়ে
দিয়ে তার জায়গায় বসানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত
সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে। বৃহস্পতিবারই নতুন পররাষ্ট্র সচিব তার নতুন
দায়িত্বে যোগ দিয়েছেন। সাউথব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে
পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সম্পর্ক ভাল ছিল না। সুজাতা সিংয়ের কাজ নিয়েও
অসন্তুষ্ট ছিলেন প্রধানমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এত
তাড়াতাড়ি সুজাতা সিংকে সরানোর পক্ষপাতী ছিলেন না। সুজাতার কার্যকালের মেয়াদ
ছিল আর মাত্র সাত মাস। ২০১৩-র আগস্টে সুজাতা সিংকে পররাষ্ট্রসচিব পদে
নিয়োগ করেছিল মনমোহন সরকার। তবে নরেন্দ্র মোদি সরকারে আসার পর থেকে
প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সুজাতার সম্পর্ক ভাল ছিল না। শেষ দিকে
প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিব সুজাতার কথাবার্তাই প্রায় বন্ধ ছিল।
প্রেসিডেন্ট ভবনে ওবামার সম্মানে আয়োজিত নৈশ ভোজে সুজাতাকে কোন ভূমিকাতেই
রাখা হয়নি। তিনি ছিলেন নিছক দর্শক মাত্র। অথচ বিশ্বে ভারতের উপস্থিতি ও
অবস্থান মজবুত করতে পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বিশেষ
নির্ভরযোগ্য কাউকে বসাতে চাইছিলেন মোদি। চীন-সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন
দেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বাড়ানোর কাজে দ্রুত গতিতে করার তাগিদেই
জয়শঙ্করকে এনে সেই প্রয়োজন পূরণ করলেন তিনি। ২০১৩-র সেপ্টেম্বর থেকে
আমেরিকায় রাষ্ট্রদূত হিসেবে অন্য সব বিষয়ের সঙ্গে ওবামার ভারত সফরের
প্রস্তুতি-পর্ব ভালই সামলেছেন জয়শঙ্কর। এর আগে বছর চারেক চীনেও
রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি। জাপান, সিঙ্গাপুর, চেক প্রজাতন্ত্র-সহ
বহু দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে জয়শঙ্করকে নতুন পদে বসানো
হয়েছে অবসরের ঠিক মুখে। ৯ জানুয়ারি ৬০ বছর হয়েছে জয়শঙ্করের। আইএফএস অফিসার
হিসেবে চলতি মাসের ৩১ তারিখ তার অবসর নেয়ার কথা ছিল। তার মাত্র তিন দিন আগে
তাকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দু’বছরের জন্য।
No comments