আনন্দ-উৎসবে মাতোয়ারা বিজেপি
ভারতের রাজধানী দিল্লির অশোকা রোডের বিজেপি কেন্দ্রীয় কার্যালয় এখন নির্বাচনের বিজয়ের আনন্দে উৎসবে মেতে উঠেছে। বিজেপির কার্যালয়ে ছাড়িয়ে পুরা অশোকা রোডে ছড়িয়ে পড়েছে এই আনন্দ উৎসব। উৎসবের আয়োজন প্রস্তুতি সবই ছিল। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে ফল পাওয়ার। শুক্রবার সকালে ভোট গণনা শুরুতেই প্রতিপক্ষের চেয়ে গুণিতক হারে এগিয়ে যেতে থাকে বিজেপি। আর সঙ্গে সঙ্গে নাচতে থাকে বিজেপি কার্যালয়। চারদিকে থেকে আসতে থাকে বিজেপির হাজার কর্মী সমর্থক। সকাল ১০টা নাগাদ পোস্টাল ব্যালটের ফল গণনায় বিজেপির জয়-জয়কার শুরু হয়ে যায়। স্পষ্ট হয়ে ওঠে এনডিএ নয়, খোদ বিজেপিই ৩০ বছরের ইতিহাস ভেঙে লোকসভা নির্বাচনে একক দল হিসেবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। আর অপেক্ষা কেন? শুরু হয়ে যায় ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকদের বিজয় উদযাপন। সারা দেশের মতো রাজধানীতেও রাস্তায় নেমে আসে কর্মী-সমর্থকরা। আতশবাজি, স্লোগান আর ড্রামের আওয়াজে দিল্লি মুখরিত হয়ে ওঠে। কার্যালয় সংলগ্ন সামনের রাস্তাটি তাদের জন্যই বরাদ্দ করে দেয়া হয়।
বন্ধ করে দেয়া হয় যান চলাচল। এই সড়কটি পরিণত হয় নেতাকর্মীদের উৎসবের মাঠে। আতশবাজি পুড়িয়ে আর ঢোলের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে গেরুয়া শিবির। একের পর এক আতশবাজি পুড়তে থাকে। কর্মীদের হাতে প্ল্যাকার্ড আর বুকে মোদির ছবি সম্বলিত পোশাক। চারদিকে উড়ছে দলের গেরুয়া ও সবুজ রঙের পতাকা। ভোটের ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবারই বড় পর্দায় ফল দেখার ব্যবস্থা করা হয় বিজেপি কার্যালয়ে। আর সেই বড় স্ক্রিনে সকাল থেকেই ফল প্রকাশ দেখছিলেন নেতাকর্মীরা। সকাল ১০টা বাজতেই সে আসর বড় উৎসবে পরিণত হয়। পাঞ্জাবি, গুজরাটিসহ নানা সংস্কৃতির বাজনা পরিবেশ মুখরিত করে তোলে। উৎসাহী নেতাকর্মীরা নৃত্য শুরু করে সে বাজনার তালে তালে। বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও গলায় তুলে নেন ঢোল। ১ লাখ লাড্ডু বিতরণ করা হয়। বিজেপির অফিসের সামনে উপস্থিত সবাইকে লাড্ডু প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া ২০ লাখ টাকার আতশবাজি পোড়ানো হয়। রাস্তার পাশে চলে মোদির জন্য প্রার্থনা। একজনকে দেখা যায় দুহাতের তালুতে প্রদীপ জেলে ঠায় দাঁড়িয়ে থাকতে। শুধু বিজেপি অফিসের সামনেই নয়, সারা দেশেই সকাল থেকে মন্দিরে মন্দিরে চলতে থাকে মোদির বিজয়ের জন্য প্রার্থনা। ভেতরে টাঙ্গানো হয় বিরাট বিরাট প্যান্ডেল। সেখানেই বড় স্ক্রিন জুড়ে মোদি ও বিজেপির নির্বাচনী প্রচারণার দৃশ্য। বাজতে থাকে ‘আছে দিন আনেআলে হে’ গান। প্রদর্শন করা হয়, বড় পোস্টারে ভারতবাসীকে ধন্যবাদ দিয়ে মোদির ছবি।
No comments