প্রধানমন্ত্রী প্রার্থী কাল্পনিক ধারণা : মমতা ব্যানার্জি
প্রধানমন্ত্রী প্রার্থী একটি কাল্পনিক ব্যাপার, এর সঙ্গে সংবিধানের কোনো যোগসূত্র নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি রোববার পিটিআইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এ কথা বলেন। এর আগে শুক্রবার মোদি শিলিগুড়িতে বিজেপির এক নির্বাচনী র্যালিতে মমতা ব্যানার্জিকে তীব্রভাবে আক্রমণ করেন। মমতা ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রী প্রার্থী একটি কাল্পনিক ধারণা। সংবিধানে এরকম কিছু নেই।... পার্লামেন্টারি গণতন্ত্রে জনগণ পার্লামেন্ট সদস্যদের নির্বাচিত করেন আর পার্লামেন্ট সদস্যরা তারপর প্রধানমন্ত্রী মনোনীত করেন। নরেন্দ্র মোদির নাম না উল্লেখ করেই মমতা বলেন,
বিজেপির একজন ব্যক্তি দাঙ্গায় নিহত হওয়া নিরীহ মানুষের রক্ত হাতে নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আশা করছেন। এ সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী কংগ্রেস এবং বিজেপি উভয় দলকেই আক্রমণ করে বলেন, কংগ্রেস এবং বিজেপি ভারতকে বিক্রি করে দিতে একটা সিন্ডিকেট গঠন করেছে। কংগ্রেস জনবিরোধী দল। তারা জ্বালানি, সার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। ভারতের জনগণ বহুত জ্ঞানী উল্লেখ করে তিনি একটি ফেডারেল ফ্রন্ট ভারতের পরবর্তী সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন। মমতা বলেন, ফেডারেল ফ্রন্ট এমন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত যারা একসঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সাম্প্রদায়িকতার বিরোধী। কিন্তু কংগ্রেস এবং বিজেপি উভয় দলই এ ব্যাপারে ব্যর্থ হয়েছে।
No comments