মুরসি আদালতে
গত সপ্তাহে একটি শুনানিতে নিজেকে ‘বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার দিন কয়েক পরেই মিসরের ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপ্রধান মোহাম্মদ মুরসিকে হত্যাকাণ্ডের মামলায় আবারও আদালতে আনা হয়েছে। এই নিয়ে একই সপ্তাহের মধ্যে দু’বার আদালতে হাজির করা হল মিসরের সাবেক এই প্রেসিডেন্টকে। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী শনিবার কায়রোর পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছেছেন মুরসি।
২০১২ সালে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতির বাসভবনের কাছে সরকারবিরোধীদের আন্দোলনের সময় বিদ্রোহীদের হত্যাকাণ্ডে মদদ থাকার অভিযোগে আবারও আদালতের মুখোমুখি হতে হয়েছে সাবেক এই প্রেসিডেন্টকে। বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের আরও ১৪ জন কর্মী সঙ্গে এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। এদিকে আদালতে মুরসির উপস্থিত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে নাশকতার আশংকায় আদালত চত্বরে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে আদালত চত্বরে মুরসির সমর্থকগোষ্ঠীর কেউ উপস্থিত নেই। সূত্র : আলজাজিরা।
No comments