নিরাপত্তা পরিষদ থেকে সৌদি আরবের নাম প্রত্যাহার
সিরিয়াসহ বিশ্বজুড়ে চলা সংঘাত নিরসনে ব্যর্থ হওয়ায় এবং বিশ্ব পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে ‘দ্বিমুখী নীতি’ পালন করার অভিযোগ তুলে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে নিজেদের প্রত্যাহার করেছে সৌদি আরব। শুক্রবার প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এমন সিদ্ধান্তের কথা জানায়। দেশটির সরকারি সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ সিরিয়া সংকট সমাধানে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, ‘কার্যপ্রণালীর দুর্বলতা এবং দ্বিমুখী নীতির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই সদস্যপদ প্রত্যাহার করা ছাড়া সৌদি আরবের অন্য কোনো সুযোগ নেই।’ এছাড়াও বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি-ইসরাইল সংঘাত গত কয়েক দশক ধরে চললেও তার কোনো সুরাহা করতে পারেনি পরিষদ। মানব বিধ্বংসী অস্ত্র মুক্ত না করার ব্যর্থতার দায়ও চাপানো হয় নিরাপত্তা পরিষদের ওপর। সূত্র: বিবিসি।
No comments