মানুষ হতে চাওয়া পাখিদের দল by ইমরান মাঝি
মানুষ হতে চাওয়া পাখিদের দল |
মাঝে মাঝে এক ঝাঁক পাখি এসে মানুষ হতে চায়। আমি তখন রুপার কাঠি খোঁজার বিবিধ ভঙ্গি করি। ফুলগাছের শিকড় জড়িয়ে ধরা পিঁপড়েদের জন্য বিষ কিনে আনতে চাই ধানগাছে ছিটিয়ে দেওয়া কৃষকের মতো।
আমার কাছে সোনার কাঠি আছে—তা বোঝানোর জন্য কখনো বা বেশ সাজুগুজু করি। রাস্তায় দাঁড়ানো রাতের বেশ্যার মতো। কিন্তু সাজটা ঠিক প্রচলিত নয় বলে আমাকে কেনে না কেউ। ফলে পাখিদের মানুষে রূপান্তরিত করা সম্ভব হয়নি আমার।
No comments