কান ও ব্যাননের মধ্যে সরাসরি বিতর্ক হবে
যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান ও লেখিকা ট্রিসটেন ব্যাননের মধ্যে সরাসরি বিতর্কের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা। গতকাল শুক্রবার কৌঁসুলিরা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তবে দিনক্ষণ সম্পর্কে জানানো হয়নি।
ব্যাননের অভিযোগ, ২০০৩ সালে সমাজতান্ত্রিক রাজনীতিক স্ত্রস-কান তাঁকে প্যারিসের একটি নির্জন ফ্ল্যাটে আটক করেন এবং তাঁর ওপর যৌন নির্যাতন করেন। স্ত্রস-কানও ব্যাননের দিকে ‘এগিয়ে’ যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে যৌন নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ফরাসি কৌঁসুলিরা বিবৃতিতে বলেন, ‘ইন দ্য ব্যানন-ডিএসকে ম্যাটার দ্য প্যারিস প্রসিকিউটর’ কার্যালয় ওই সরাসরি বিতর্ক আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে ওই বিতর্ক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
ব্যাননের অভিযোগের বিষয়ে বাদী ও বিবাদী উভয় পক্ষকেই জেরা করেছে ফরাসি পুলিশ। চলতি সপ্তাহে টেলিভিশনে দেওয়া সাক্ষা ৎকারে ব্যানন বলেছেন, কানের সঙ্গে সরাসরি বিতর্ক করার বিষয়ে তিনি আগ্রহী। এএফপি।
ব্যাননের অভিযোগ, ২০০৩ সালে সমাজতান্ত্রিক রাজনীতিক স্ত্রস-কান তাঁকে প্যারিসের একটি নির্জন ফ্ল্যাটে আটক করেন এবং তাঁর ওপর যৌন নির্যাতন করেন। স্ত্রস-কানও ব্যাননের দিকে ‘এগিয়ে’ যাওয়ার কথা স্বীকার করেছেন। তবে যৌন নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ফরাসি কৌঁসুলিরা বিবৃতিতে বলেন, ‘ইন দ্য ব্যানন-ডিএসকে ম্যাটার দ্য প্যারিস প্রসিকিউটর’ কার্যালয় ওই সরাসরি বিতর্ক আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে ওই বিতর্ক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
ব্যাননের অভিযোগের বিষয়ে বাদী ও বিবাদী উভয় পক্ষকেই জেরা করেছে ফরাসি পুলিশ। চলতি সপ্তাহে টেলিভিশনে দেওয়া সাক্ষা ৎকারে ব্যানন বলেছেন, কানের সঙ্গে সরাসরি বিতর্ক করার বিষয়ে তিনি আগ্রহী। এএফপি।
No comments