নতুন গোয়েন্দা উপগ্রহ উ ৎক্ষেপণ করেছে জাপান
জাপান গতকাল শুক্রবার একটি নতুন গোয়েন্দা উপগ্রহ সফলভাবে কক্ষপথে উ ৎক্ষেপণ করেছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে নজরদারি বাড়াতে এটি জাপানের নতুন প্রচেষ্টা বলে জানানো হয়।
গ্রিনিচ সময় সাড়ে চারটার দিকে এইচ-২এ নামের একটি জাপানি রকেট পর্যবেক্ষণ ও ছবি ধারণে সক্ষম গোয়েন্দা উপগ্রহটি নিয়ে জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র ত্যাগ করে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কর্মকর্তা নাওকি তাকারাদা বলেন, সফলভাবে রকেটটি উ ৎক্ষেপণ করা হয়েছে। পরে এটি পৃথিবী প্রদক্ষিণে কক্ষপথে ছেড়ে দেওয়া হয়।
১৯৯৮ সালে জাপানি দ্বীপপুঞ্জে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে এটাই জাপানের সর্বশেষ পদক্ষেপ। ২০০৯ সালে উত্তর কোরিয়া পুনরায় ছয় হাজার ৭০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ত্রিস্তরের তায়েপোদং-২ ক্ষেপণাস্ত্র ছোড়ে।
গ্রিনিচ সময় সাড়ে চারটার দিকে এইচ-২এ নামের একটি জাপানি রকেট পর্যবেক্ষণ ও ছবি ধারণে সক্ষম গোয়েন্দা উপগ্রহটি নিয়ে জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র ত্যাগ করে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) কর্মকর্তা নাওকি তাকারাদা বলেন, সফলভাবে রকেটটি উ ৎক্ষেপণ করা হয়েছে। পরে এটি পৃথিবী প্রদক্ষিণে কক্ষপথে ছেড়ে দেওয়া হয়।
১৯৯৮ সালে জাপানি দ্বীপপুঞ্জে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে এটাই জাপানের সর্বশেষ পদক্ষেপ। ২০০৯ সালে উত্তর কোরিয়া পুনরায় ছয় হাজার ৭০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ত্রিস্তরের তায়েপোদং-২ ক্ষেপণাস্ত্র ছোড়ে।
No comments