উত্তরাধিকার নিয়ে তাড়াহুড়া নেই দালাই লামার
উত্তরাধিকার নির্বাচনে কোনো তাড়াহুড়া নেই তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার। গতকাল শুক্রবার ভারতের ধরমশালায় বৌদ্ধধর্মীয় নেতাদের এক সমাবেশে দালাই লামা এ কথা বলেন।
বৌদ্ধধর্মীয় ৭৬ বছর বয়স্ক এই নেতা বলেন, ‘আমি এখনো যথেষ্ট সুস্থ। আমার এ পদের উত্তরাধিকার কে হবেন, তা একমাত্র আমিই নির্বাচন করব। এটা আমার অধিকার ও ক্ষমতা। আমার বয়স যখন ৮০ বা ৯০ হবে, তখন উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া সবার সামনে তুলে ধরব। এটি নিয়ে কোনো তাড়াহুড়া নেই।
বৌদ্ধধর্মীয় ৭৬ বছর বয়স্ক এই নেতা বলেন, ‘আমি এখনো যথেষ্ট সুস্থ। আমার এ পদের উত্তরাধিকার কে হবেন, তা একমাত্র আমিই নির্বাচন করব। এটা আমার অধিকার ও ক্ষমতা। আমার বয়স যখন ৮০ বা ৯০ হবে, তখন উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া সবার সামনে তুলে ধরব। এটি নিয়ে কোনো তাড়াহুড়া নেই।
No comments