থানায় হামলা, পুলিশসহ ৩০ জনের বেশি আহত
চীনের দক্ষিণে শিল্প এলাকা হিসেবে পরিচিত গুয়াংদংয়ে শত শত বিক্ষোভকারী একটি থানা ও যানবাহনে হামলা চালিয়েছে। এতে অনেকে আহত হয়। পুলিশের হাতে একটি শিশু নিহত হওয়ার খবরকে কেন্দ্র করে ওই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে গতকাল শুক্রবার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, ক্ষুব্ধ এলাকাবাসী লুফেং শহরের সীমান্তবর্তী একটি থানা ও যানবাহনে হামলা চালায়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুলিশও রয়েছে। তা ছাড়া বিক্ষোভকারীরা ছয়টি গাড়ি, স্থানীয় সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তাঘাটও অবরোধ করে।
বিবৃতিতে বলা হয়, সরকারের সঙ্গে জমি নিয়ে একটি চুক্তিকে কেন্দ্র করে গত বুধবার থেকেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ ছিল। এরপর পুলিশের হাতে ওই শিশুর মৃত্যুর খবরে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সহিংসতায় ৩০ গ্রামবাসী আহত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, ক্ষুব্ধ এলাকাবাসী লুফেং শহরের সীমান্তবর্তী একটি থানা ও যানবাহনে হামলা চালায়। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুলিশও রয়েছে। তা ছাড়া বিক্ষোভকারীরা ছয়টি গাড়ি, স্থানীয় সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও একটি পোশাক কারখানায় ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তাঘাটও অবরোধ করে।
বিবৃতিতে বলা হয়, সরকারের সঙ্গে জমি নিয়ে একটি চুক্তিকে কেন্দ্র করে গত বুধবার থেকেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ ছিল। এরপর পুলিশের হাতে ওই শিশুর মৃত্যুর খবরে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সহিংসতায় ৩০ গ্রামবাসী আহত হয়।
No comments