রাশিয়ার আইস হকি খেলোয়াড় বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত
রাশিয়ার ইয়ারোস্লাভ শহরের কাছে গতকাল বুধবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। যাত্রীদের মধ্যে রাশিয়ার লোকোমোটিভ আইস হকি দলের সদস্যসহ আরও অনেকে ছিলেন।
বিমান সংস্থা রোসাবিয়াতসিয়ার একজন কর্মকর্তা নিশ্চিত করেন, ইয়াক-৪২ উড়োজাহাজটি মস্কোর ২৫০ কিলোমিটার উত্তরের ইয়ারোস্লাভ শহর থেকে বেলারুশের মিনস্কে যাচ্ছিল। এটি বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। বিমানের বিধ্বস্ত কিছু অংশ ও কিছু মৃতদেহ ভলগা নদীতে পড়েছে।
ইয়ারোস্লাভ-ভিত্তিক কন্টিনেন্টাল হকি লিগে (কেএইচএল) খেলতে লোকোমোটিভ দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য মিনস্কে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে লোকোমোটিভ দল ছাড়াও আরও কয়েকটি দল থাকতে পারে।
কেএইচএলের প্রেসিডেন্ট আলেকজান্ডার মেদভেদেভ বলেন, এটি অনেক বড় দুঃখজনক ঘটনা। এতে আইস হকি বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উড্ডয়নের একটু পরই উড়োজাহাজে আগুন ধরে যায়। এর পরই এটি ইয়ারোস্লাভ বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজের আরোহীদের মধ্যে রাশিয়া ছাড়াও অন্যান্য দেশের নাগরিক ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে কানাডা আইস হকি দলের কোচ ব্র্যাড ম্যাক্রিমন ও সুইডেনের গোলরক্ষক স্টেফান লিভ রয়েছেন।
বিমান সংস্থা রোসাবিয়াতসিয়ার একজন কর্মকর্তা নিশ্চিত করেন, ইয়াক-৪২ উড়োজাহাজটি মস্কোর ২৫০ কিলোমিটার উত্তরের ইয়ারোস্লাভ শহর থেকে বেলারুশের মিনস্কে যাচ্ছিল। এটি বিধ্বস্ত হয়ে ৪৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। বিমানের বিধ্বস্ত কিছু অংশ ও কিছু মৃতদেহ ভলগা নদীতে পড়েছে।
ইয়ারোস্লাভ-ভিত্তিক কন্টিনেন্টাল হকি লিগে (কেএইচএল) খেলতে লোকোমোটিভ দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য মিনস্কে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই উড়োজাহাজে লোকোমোটিভ দল ছাড়াও আরও কয়েকটি দল থাকতে পারে।
কেএইচএলের প্রেসিডেন্ট আলেকজান্ডার মেদভেদেভ বলেন, এটি অনেক বড় দুঃখজনক ঘটনা। এতে আইস হকি বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, উড্ডয়নের একটু পরই উড়োজাহাজে আগুন ধরে যায়। এর পরই এটি ইয়ারোস্লাভ বিমানবন্দরের বাইরে বিধ্বস্ত হয়।
উড়োজাহাজের আরোহীদের মধ্যে রাশিয়া ছাড়াও অন্যান্য দেশের নাগরিক ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে কানাডা আইস হকি দলের কোচ ব্র্যাড ম্যাক্রিমন ও সুইডেনের গোলরক্ষক স্টেফান লিভ রয়েছেন।
No comments