নেইমারকে ছাড়তে চায় না সান্তোস
নেইমারকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই তারকা স্ট্রাইকারকে পাওয়ার জন্য ৪৫ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি হয়েছে ইউরোপের অন্যতম ধনী এই ক্লাবটি। তবে নেইমারকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে কোনো মতেই রাজি হচ্ছে না সান্তোস। আরও অন্তত ছয় মাস তাঁকে ব্রাজিলেই রাখতে চান সান্তোসের সভাপতি লুইস আলভারো ডি অলিভেইরা।
সম্প্রতি এএস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘নেইমার সান্তোসেই থাকবে। এটা যদিও খুব কঠিন, তার পরও তাকে সান্তোসে রাখাটাই আমার লক্ষ্য। আমি তার বাবার সঙ্গেও এ ব্যাপারে অনেক কথা বলেছি। এখন তিনি কী সিদ্ধান্ত নেবেন, সেটা তাঁর ব্যাপার। তবে নেইমারের এখনই সান্তোস ছেড়ে যাওয়ার কোনই অর্থ নেই। আমি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গেও অনেকবার কথা বলেছি। সান্তোসে সে যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়—তা তিনি বেশ ভালো মতোই জানেন।’
রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে খোদ নেইমার কী ভাবছেন, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে সান্তোস আশা করছে পরবর্তী মৌসুমের ক্লাব ফুটবল বিশ্বকাপটা তিনি ব্রাজিলিয়ান এই ক্লাবের জার্সি গায়েই খেলবেন।
সম্প্রতি এএস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘নেইমার সান্তোসেই থাকবে। এটা যদিও খুব কঠিন, তার পরও তাকে সান্তোসে রাখাটাই আমার লক্ষ্য। আমি তার বাবার সঙ্গেও এ ব্যাপারে অনেক কথা বলেছি। এখন তিনি কী সিদ্ধান্ত নেবেন, সেটা তাঁর ব্যাপার। তবে নেইমারের এখনই সান্তোস ছেড়ে যাওয়ার কোনই অর্থ নেই। আমি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের সঙ্গেও অনেকবার কথা বলেছি। সান্তোসে সে যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়—তা তিনি বেশ ভালো মতোই জানেন।’
রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে খোদ নেইমার কী ভাবছেন, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে সান্তোস আশা করছে পরবর্তী মৌসুমের ক্লাব ফুটবল বিশ্বকাপটা তিনি ব্রাজিলিয়ান এই ক্লাবের জার্সি গায়েই খেলবেন।
No comments