সহজ জয় শ্রীলঙ্কার
এক ম্যাচে দুই দলের অধিনায়কেরই অধিনায়কত্বের অভিষেকের ঘটনা বিরলই। কাল ব্রিস্টলে এই বিরল ঘটনাই ঘটল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেন স্টুয়ার্ট ব্রড। তিলকরত্নে দিলশানের চোটের কারণে শ্রীলঙ্কার হয়ে অধিনায়কত্বের অভিষেক হলো থিলিনা কান্দাম্বির।
ব্রডের অধিনায়কত্বের শুরুটা হলো হার দিয়ে। কান্দাম্বির শুরুটা জয়ে। অবশ্য শ্রীলঙ্কার ৯ উইকেটের জয়ে তাঁর অবদান দলকে নেতৃত্ব আর ফিল্ডিংয়েই সীমাবদ্ধ। বোলিং করেন না। ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি।
ইংল্যান্ডের ৯ উইকেটে ১৩৬ রানের জবাবে ৪০ রানেই সনাৎ জয়াসুরিয়াকে (৮) হারায় শ্রীলঙ্কা। এরপর সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৫৭ বলে ৭২*) আর কুমার সাঙ্গাকারার (৩৯ বলে ৪৩*) অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।
ইংল্যান্ডের ১৩৬ রানের মধ্যে এউইন মরগান (৩২ বলে ৪৭) ও কেভিন পিটারসেন (২৭ বলে ৪১) মিলে করেন ৮৮, দলের বাকি সবাই মিলে মাত্র ৪৮। তৃতীয় উইকেটে ৫৩ বলে ৮৩ রানের জুটি গড়েন পিটারসেন-মরগান।
ব্রডের অধিনায়কত্বের শুরুটা হলো হার দিয়ে। কান্দাম্বির শুরুটা জয়ে। অবশ্য শ্রীলঙ্কার ৯ উইকেটের জয়ে তাঁর অবদান দলকে নেতৃত্ব আর ফিল্ডিংয়েই সীমাবদ্ধ। বোলিং করেন না। ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি।
ইংল্যান্ডের ৯ উইকেটে ১৩৬ রানের জবাবে ৪০ রানেই সনাৎ জয়াসুরিয়াকে (৮) হারায় শ্রীলঙ্কা। এরপর সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৫৭ বলে ৭২*) আর কুমার সাঙ্গাকারার (৩৯ বলে ৪৩*) অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।
ইংল্যান্ডের ১৩৬ রানের মধ্যে এউইন মরগান (৩২ বলে ৪৭) ও কেভিন পিটারসেন (২৭ বলে ৪১) মিলে করেন ৮৮, দলের বাকি সবাই মিলে মাত্র ৪৮। তৃতীয় উইকেটে ৫৩ বলে ৮৩ রানের জুটি গড়েন পিটারসেন-মরগান।
No comments