প্রণব মুখোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী করার দাবিতে পোস্টার
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে দেশটির প্রধানমন্ত্রী করার দাবি জানিয়ে রাজধানী নয়াদিল্লিতে একটি সংগঠন পোস্টার লাগিয়েছে। দিল্লির নর্থ এভিনিউ ছেয়ে গেছে এই পোস্টারে। নর্থ এভিনিউতে অধিকাংশ সাংসদের আবাসস্থল। ওই পোস্টারে রয়েছে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী আর প্রণব মুখোপাধ্যায়ের ছবি। পোস্টারে সোনিয়ার কাছে আবেদন জানানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার।
কংগ্রেসের সেক্যুলার হিন্দু ফোরাম নামের একটি সংগঠন এই পোস্টার লাগিয়েছে বলে জানা গেছে। পোস্টারের নিচে লেখা রয়েছে হায়দারাবাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের তরফে এই পোস্টারটি প্রচারিত।
এদিকে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম ভাদাক্কনের কাছে পোস্টারের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, কারা এই পোস্টার লাগিয়েছে তা তাঁদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
কংগ্রেসের সেক্যুলার হিন্দু ফোরাম নামের একটি সংগঠন এই পোস্টার লাগিয়েছে বলে জানা গেছে। পোস্টারের নিচে লেখা রয়েছে হায়দারাবাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের তরফে এই পোস্টারটি প্রচারিত।
এদিকে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম ভাদাক্কনের কাছে পোস্টারের ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, কারা এই পোস্টার লাগিয়েছে তা তাঁদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
No comments