খবর, কালের কণ্ঠের- খালেদার মালপত্র আজ বুঝিয়ে দেওয়া হবে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যবহৃত মালপত্র মইনুল রোডের বাড়ি থেকে আজ শুক্রবার তাঁর প্রতিনিধির কাছে বুঝিয়ে দেবে ক্যান্টনমেন্ট বোর্ড। ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও নাজমুস সাদাত গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, 'বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে আজ (বৃহস্পতিবার) যোগাযোগ করা হয় এবং মালামাল বুঝিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।'
নাজমুস সাদাত বলেন, খালেদা জিয়ার রেখে যাওয়া মালামাল এখনো ওই বাড়িতেই রয়েছে। সেখান থেকে কিছুই সরানো হয়নি।
এদিকে খালেদা জিয়ার পক্ষে তাঁর কয়েকজন আইনজীবীর অভিযোগ, গতকাল ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করলে সেনানিবাসের জাহাঙ্গীর গেটে তাঁদের বাধা দেওয়া হয়। খালেদা জিয়ার আইনজীবী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। ব্রিফিংয়ে দাবি করা হয়, 'তাঁদের বা খালেদা জিয়ার প্রতিনিধির উপস্থিতি ছাড়াই সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এটা চুরি, দস্যুবৃত্তি এবং ফৌজদারি অপরাধের সামিল।'
ব্রিফিংয়ে বলা হয়, 'সেনানিবাসের বাড়ি থেকে গত রাতে (বুধবার দিবাগত রাতে) মালামাল সরানো হয়েছে এবং আজ (বৃহস্পতিবার) রাতে আরো মালামাল সরানো হবে_এ খবর পেয়ে খোঁজ নিতে কয়েকজন সিনিয়র আইনজীবী ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা হন। কিন্তু জাহাঙ্গীর গেটের সামনে তাঁদের বাধা দেওয়া হয়। তাঁদের ওই বাড়িতে যেতে দেওয়া হয়নি। জাহাঙ্গীর গেট থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয়, ডিজিএফআইয়ের অনুমতি ছাড়া বাড়ি পরিদর্শন করা যাবে না।'
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, 'সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালামাল সরানোর খবরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আমি ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা হই। কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হয়নি।'
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন, নিয়ম অনুযায়ী যাঁর বাড়ি তাঁর উপস্থিতিতে বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে বাড়ির মালামাল সরিয়ে নিতে হবে। কিন্তু এ ক্ষেত্রে চেয়ারপারসন খালেদা জিয়া বা তাঁর প্রতিনিধি কাউকে রাখা হয়নি। এটা স্বাভাবিক বা আইনসম্মত নয়। নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, 'আইনবহির্ভূতভাবে এ মালামাল সরানোর দায়দায়িত্ব ভবিষ্যতে কে নেবে বা এর হিসাব কে দেবে?'
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এ বিষয়ে বিস্তারিত জানাবেন চেয়ারপারসনের আইনজীবীরা। তবে সাধারণভাবে যেটা আমরা বলব, আইন অনুযায়ী বাড়ির মালিক বা তাঁর প্রতিনিধির অনুপস্থিতিতে মালামাল সরাতে হবে। তা না হলে কী মালামাল বাড়িতে ছিল, সিজার লিস্টে এর কতগুলো উঠেছে, সে বিষয়ে প্রশ্ন উঠতে পারে। মালিক যদি তাঁর বাড়ির মালামালের পুরোটা বুঝে না পান, সে ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইতে পারেন।'
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়ার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে বা ওই বাড়িটি ভাঙার কাজ শুরু হচ্ছে এমন কোনো তথ্য তাদের জানা নেই।
====================
আলোচনা- 'পার্বত্য অঞ্চলে শান্তি ও অশান্তির মনস্তত্ত্ব' সাক্ষাৎকার- পাহাড়ে পাহাড়িদের সংখ্যালঘু করা হচ্ছে আলোচনা- 'শান্তিচুক্তির ১৩ বছর' রাজনৈতিক আলোচনা- 'উন্মত্ত নৈরাজ্যের শক্তি বনাম সোনালি সম্ভাবনা' আলোচনা- ''ট্রানজিট' না 'করিডোর' না 'কানেকটিভিটি' আলোচনা- 'ওরাও মানুষ আছে ওদের অধিকার' আন্তর্জাতিক- অং সান সু চির মুক্তি ও গণতন্ত্রের পথ শিল্প-অর্থনীতি 'আঞ্চলিক রফতানি বাণিজ্য এবং বাংলাদেশ স্মরণ- 'সিদ্ধার্থকে মনে পড়ে' by খুশবন্ত সিং আলোচনা- প্রসঙ্গ:বেসরকারী চ্যানেলে বিটিভি'র খবর আলোচনা- 'আজও পাহাড় অশান্ত' আন্তর্জাতিক- 'চীনের দৃষ্টিতে এক হবে দুই কোরিয়া ইরাকে গণতন্ত্র চাননি মুবারক' আন্তর্জাতিক- 'তরুণদের ভবিষ্যৎ মানে দেশের ভবিষ্যৎ' রাজনৈতিক আলোচনা- 'খালেদা জিয়ার লিখিত অনাস্থা, আপিল বিভাগের নীরবতা' রাজনৈতিক আলোচনা- 'কেউ কথা রাখেনি এবং গণতন্ত্রের বিকট চেহারা' বক্তব্য- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে খায়রুল হককে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য শিল্প-অর্থনীতি 'করমুক্ত থাকার নানা চেষ্টা নোবেল বিজয়ীর অনাস্থা নয়, খালেদার আশঙ্কা ছিল ন্যায়বিচার না পাওয়ার খেলা- 'বাংলাদেশ তো আসলে জিততেই চায়নি!' আলোচনা- 'ড. ইউনূসের কেলেঙ্কারি!' খেলা- 'বাংলাদেশকে মাটিতে নামাল জিম্বাবুয়ে' 'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি' রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাটক' খবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের প্রত্যাশা
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
এই খবর'টি পড়া হয়েছে...
আলোচনা- 'পার্বত্য অঞ্চলে শান্তি ও অশান্তির মনস্তত্ত্ব' সাক্ষাৎকার- পাহাড়ে পাহাড়িদের সংখ্যালঘু করা হচ্ছে আলোচনা- 'শান্তিচুক্তির ১৩ বছর' রাজনৈতিক আলোচনা- 'উন্মত্ত নৈরাজ্যের শক্তি বনাম সোনালি সম্ভাবনা' আলোচনা- ''ট্রানজিট' না 'করিডোর' না 'কানেকটিভিটি' আলোচনা- 'ওরাও মানুষ আছে ওদের অধিকার' আন্তর্জাতিক- অং সান সু চির মুক্তি ও গণতন্ত্রের পথ শিল্প-অর্থনীতি 'আঞ্চলিক রফতানি বাণিজ্য এবং বাংলাদেশ স্মরণ- 'সিদ্ধার্থকে মনে পড়ে' by খুশবন্ত সিং আলোচনা- প্রসঙ্গ:বেসরকারী চ্যানেলে বিটিভি'র খবর আলোচনা- 'আজও পাহাড় অশান্ত' আন্তর্জাতিক- 'চীনের দৃষ্টিতে এক হবে দুই কোরিয়া ইরাকে গণতন্ত্র চাননি মুবারক' আন্তর্জাতিক- 'তরুণদের ভবিষ্যৎ মানে দেশের ভবিষ্যৎ' রাজনৈতিক আলোচনা- 'খালেদা জিয়ার লিখিত অনাস্থা, আপিল বিভাগের নীরবতা' রাজনৈতিক আলোচনা- 'কেউ কথা রাখেনি এবং গণতন্ত্রের বিকট চেহারা' বক্তব্য- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে খায়রুল হককে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য শিল্প-অর্থনীতি 'করমুক্ত থাকার নানা চেষ্টা নোবেল বিজয়ীর অনাস্থা নয়, খালেদার আশঙ্কা ছিল ন্যায়বিচার না পাওয়ার খেলা- 'বাংলাদেশ তো আসলে জিততেই চায়নি!' আলোচনা- 'ড. ইউনূসের কেলেঙ্কারি!' খেলা- 'বাংলাদেশকে মাটিতে নামাল জিম্বাবুয়ে' 'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি' রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাটক' খবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের প্রত্যাশা
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
এই খবর'টি পড়া হয়েছে...
No comments