স্বামী হত্যায় সহযোগিতা করার কথা স্বীকার করলেন ইরানি নারী
পাথর ছুড়ে হত্যার দণ্ডপ্রাপ্ত ইরানের নারী সাকিনেহ মোহাম্মাদি আশতিয়ানি তাঁর স্বামীর হত্যাকাণ্ডে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। গত বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এই স্বীকারোক্তি দেন। পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে একটি রাজনৈতিক অনুষ্ঠান সম্প্রচারকালে আশতিয়ানির এ সাক্ষাত্কার সম্প্রচার করা হয়।
আশতিয়ানি বলেন, যে ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তিনিই তাঁর স্বামীকে হত্যার প্রস্তাব করেছিলেন। এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিজে ওই ব্যক্তিকে সহযোগিতা করেন।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক বলেন, হত্যার আগে আশতিয়ানি তাঁর স্বামীর শরীরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করেন। এরপর তৃতীয় ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট করে তাঁকে হত্যা করেন।
আশতিয়ানি বলেন, যে ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তিনিই তাঁর স্বামীকে হত্যার প্রস্তাব করেছিলেন। এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি নিজে ওই ব্যক্তিকে সহযোগিতা করেন।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক বলেন, হত্যার আগে আশতিয়ানি তাঁর স্বামীর শরীরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করেন। এরপর তৃতীয় ব্যক্তি বিদ্যুত্স্পৃষ্ট করে তাঁকে হত্যা করেন।
No comments