সাদ্দামের দুই সাবেক সহযোগীর সাত বছর করে কারাদণ্ড
ইরাকের উত্তরাঞ্চল থেকে কুর্দিদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনায় মদদ দেওয়ার দায়ে একটি আদালত গত রোববার দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দুই সহযোগীকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজ ও হাসান আল-মাজিদ ওরফে কেমিক্যাল আলী। রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর এএফপির।
মামলার রায়ে আদালতের বিচারক মাহমুদ সালেহ সালমান বলেন, কিরকুক ও দিয়ালা প্রদেশ থেকে ১৯৮০ সালে হাজার হাজার কুর্দিকে বিতাড়নের দায়ে কেমিক্যাল আলী ও তারিক আজিজকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রায় ঘোষণার সময় বেশ কয়েকজন কুর্দি এমপি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত মার্চ মাসে তারিক আজিজ ও কেমিক্যাল আলীকে ১৯৯২ সালে বাগদাদের ৪২ ব্যবসায়ী হত্যার দায়ে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার রায়ে আদালতের বিচারক মাহমুদ সালেহ সালমান বলেন, কিরকুক ও দিয়ালা প্রদেশ থেকে ১৯৮০ সালে হাজার হাজার কুর্দিকে বিতাড়নের দায়ে কেমিক্যাল আলী ও তারিক আজিজকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রায় ঘোষণার সময় বেশ কয়েকজন কুর্দি এমপি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত মার্চ মাসে তারিক আজিজ ও কেমিক্যাল আলীকে ১৯৯২ সালে বাগদাদের ৪২ ব্যবসায়ী হত্যার দায়ে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
No comments