বিশ্বকাপ ভেন্যুর দাবিতে সমাবেশের ডাক
চট্টগ্রামে বিশ্বকাপের ভেন্যুর দাবিতে আন্দোলন চলছেই। ২০১১ বিশ্বকাপের তিনটি ম্যাচের দাবিতে এবার সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সব আন্দোলনের সূতিকাগার লালদিঘি মাঠে সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিলেন।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন, যদি ৬ আগস্টের মধ্যে চট্টগ্রামকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে ৭ আগস্ট লালদিঘি মাঠে সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা বক্তব্য দেন। এরপর অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিলে মেয়রের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেটাররা ব্যাট হাতে নিয়ে অংশ নেন।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন, যদি ৬ আগস্টের মধ্যে চট্টগ্রামকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে ৭ আগস্ট লালদিঘি মাঠে সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা বক্তব্য দেন। এরপর অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিলে মেয়রের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ক্রিকেটাররা ব্যাট হাতে নিয়ে অংশ নেন।
No comments