হালাল খাদ্যমেলায় যোগ দিতে শিল্পমন্ত্রীর চীনে গমন
চীনের সাংহাইতে আজ মঙ্গলবার থেকে চার দিনব্যাপী ‘চীন আন্তর্জাতিক হালাল খাদ্য ও পণ্যমেলা ২০০৯’ শুরু হচ্ছে। এ মেলা দ্য চীন কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) আয়োজন করেছে।
মেলায় অংশ নিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছেন। এ ছাড়া মেলায় দেশের হালাল খাদ্য উত্পাদক ও ব্যবসায়ীদের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
সফরকালে শিল্পমন্ত্রী চীন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প প্রযুক্তি হস্তান্তর, দেশে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে।
মেলায় অংশ নিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছেন। এ ছাড়া মেলায় দেশের হালাল খাদ্য উত্পাদক ও ব্যবসায়ীদের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
সফরকালে শিল্পমন্ত্রী চীন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প প্রযুক্তি হস্তান্তর, দেশে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপন প্রভৃতি বিষয়ে আলোচনা করবেন বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে।
No comments