পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীর জীবনাবসান
পশ্চিমবঙ্গের পরিবহন, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী, জননেতা সুভাষ চক্রবর্তী আর নেই। গতকাল সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রবীণ এই সিপিএম নেতা গত ২৭ জুলাই কিডনির অসুস্থতা নিয়ে কলকাতার এএমআরআই হাসপাতালে ভর্তি হন। রোববার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে রাজ্য সরকার ২৪ ঘণ্টার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়। গতকাল তাঁর মৃত্যুর পর সব সরকারি অফিস ছুটি ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
সুভাষ চক্রবর্তী ১৯৪২ সালের ১৮ মার্চ ঢাকার মাসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর তাঁর পরিবারের সঙ্গে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে।
সুভাষ চক্রবর্তী ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন। সর্বশেষ ২০০৬ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি সপ্তমবারের মতো বিধায়ক হন।
সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে রাজ্য সরকার ২৪ ঘণ্টার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়। গতকাল তাঁর মৃত্যুর পর সব সরকারি অফিস ছুটি ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
সুভাষ চক্রবর্তী ১৯৪২ সালের ১৮ মার্চ ঢাকার মাসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর তাঁর পরিবারের সঙ্গে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে।
সুভাষ চক্রবর্তী ১৯৭৭ সাল থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন। সর্বশেষ ২০০৬ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি সপ্তমবারের মতো বিধায়ক হন।
No comments