করাচির খ্রিষ্টান স্কুল-কলেজে তিন দিনের ধর্মঘট
সাত খ্রিষ্টান ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে খ্রিষ্টান স্কুল ও কলেজগুলোতে তিন দিনের ধর্মঘট ডাকা হয়েছে। কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য দিয়েছে। খবর এএফপির।
করাচির ক্যাথলিক শিক্ষা বোর্ডের মুখপাত্র সালিম মাইকেল বলেন, ‘করাচির গোজরা এলাকায় নিরপরাধ লোকদের হত্যার ঘটনায় আমরা শোক যাপন করছি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সব খ্রিষ্টান স্কুল ও কলেজ আজ থেকে তিন দিন বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাসী। তাই শান্তিপূর্ণ উপায়ে গোজরা ট্র্যাজেডির প্রতিবাদ জানাচ্ছি।’
করাচির ক্যাথলিক শিক্ষা বোর্ডের মুখপাত্র সালিম মাইকেল বলেন, ‘করাচির গোজরা এলাকায় নিরপরাধ লোকদের হত্যার ঘটনায় আমরা শোক যাপন করছি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সব খ্রিষ্টান স্কুল ও কলেজ আজ থেকে তিন দিন বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাসী। তাই শান্তিপূর্ণ উপায়ে গোজরা ট্র্যাজেডির প্রতিবাদ জানাচ্ছি।’
No comments