মালয়েশিয়ার হাসপাতালে পড়ে থাকা এই বাংলাদেশি কে?
মালয়েশিয়ার একটি হাসপাতালে ১০ মাস ধরে পড়ে আছেন এক বাংলাদেশি। তার মো. আলতাফ হোসেন এবং বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। এতটুকুই তার পরিচয়।
এর বাইরে তিনি কোনো পরিচয় দিতে পারেননি।
পঞ্চাশোর্ধ্ব এই মানুষটিকে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি কয়েকজন লোক রাস্তা থেকে ক্লাং শহরের তোয়াংকো আম্পোয়ান হাসপাতালে রেখে যান। সেখানেই ৭সি ওয়ার্ডের ৩৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অভিভাবকদের খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, ৪ ডিসেম্বর কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে।
দূতাবাসের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী গত মঙ্গলবার ছুটে যান হাসপাতালে। সেখানে তিনি আলতাফ হোসেনের খোঁজখবর নেন।
হাইকমিশনের এ কর্মকর্তাকে দেখে কেঁদে ওঠেন আলতাফ। তাঁর কাছে কোনো কাগজপত্র নেই বলে জানান তিনি।
দূতাবাসের শ্রম শাখার দ্বিতীয় সচিব মো. ফরিদ আহমদ জানান, আলতাফ হোসেন আসলে বাংলাদেশি নাগরিক কি না, যাচাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হলে তাঁকে বাংলাদেশে পাঠানো যাবে।
দূতাবাসের +৬০১২৪৩১৩১৫০ নম্বরে আলতাফের আত্মীয়স্বজন বা পরিচিতজনকে ফোন দিতে বলা হয়েছে।
No comments