ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত
গাজা
উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হওয়ার
খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। স্থানীয় সময় শুক্রবার দুপুরে
জুম্মার নামাজের পর ইসরাইলি এক সেনার গুলিতে ওই ফিলিস্তিনি যুবকের মৃত্যু
হয়ে বলে জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, গাজা উপত্যকার পূর্ব ও উত্তর
সীমান্ত অঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছে।
তবে ইসরাইলের পুলিশ বলছে, পশ্চিম তীরের রামাল্লা শহরে এক ইসরাইলি পুলিশ
সদস্যকে ছুরিকাঘাত করেন এক ফিলিস্তিনি। পরে ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
করা হয়। ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরা্ইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন
ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান
দ্বন্দ্বকে আরো সংকটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিন ও
ইসরাইল—দুটি দেশই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। দীর্ঘ সময়
ধরে এই শহরটি নিয়ে দুটি দেশের মধ্যে সংঘাত চলে আসছে। যুক্তরাষ্ট্রই প্রথম
দেশ, যে এই স্বীকৃতি দিল। এর প্রতিবাদ জানিয়েছে আরব ও ইসলামি বিশ্ব। এর
সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররাও।
No comments