জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ যুবকের
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আনোয়ার হোসেন নামের এক যুবককে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। নয়াপাড়া গ্রামের কৃষক আবদুল বারেকের ছেলে আনোয়ারকে শাস্তি হিসেবে ছাত্রীর নামে পাঁচ গণ্ডা জমিও লিখে নেয়া হয়েছে তার কাছ থেকে। সোমবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। যুবকের ভাই সানোয়ার হোসেন বলেন, একই গ্রামের ও স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সম্পর্কে আমাদের ভাগ্নি। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ও ৩নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান যৌথভাবে সালিশ বৈঠক করে প্রথমে লাঠিপেটা ও পরে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরায়। শুধু তাই নয় আমাদের পাঁচ গণ্ডা খাস জমিও ওই ছাত্রীর নামে লিখে নেয়া হয়েছে। ছাত্রীর মামা আবুল কালাম বলেন, আমার ভাগ্নি এতিম। ছোট থেকেই তাকে লালন-পালন করে আসছি। রোববার সন্ধ্যায় বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই যুবক ভাগ্নির পথরোধ করে। পরে তার ওড়না ধরে টানাটানি করে। একপর্যায়ে ওর শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে সে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে যুবকটি পালিয়ে যায়। সোমবার নয়াপাড়া বাজারে সালিশ হয়। এ ব্যাপারে চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, যুবককে লাঠিপেটার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সে মেয়েটির শ্লীলতাহানি করেছে। গরু চুরির মামলায় কয়েকদিন আগে সে জেল খেটে বের হয়েই এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর সিদ্ধান্ত এলাকাবাসীর। তাছাড়া মেয়েটি এতিম হওয়ায় যুবকের পরিবারের দখলে থাকা পাঁচ গণ্ডা খাস জমি মেয়ের নামে লিখে দেয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, আমি সন্ধ্যার পর ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
No comments